৬ দিনের জন্য বাতিল ময়ূরাক্ষী এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদন : রেললাইনে কাজ চলার কারণে ৬ দিনের জন্য ময়ূরাক্ষী এক্সপ্রেস বাতিল ঘোষণা করা হলো। বৃহস্পতিবার বিকাল থেকেই এই ট্রেনটি বাতিল ঘোষণা করা হয়েছে। পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে।

বুধবার পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নন ইন্টারলকিং কাজ চলার কারণে ময়ূরাক্ষী এক্সপ্রেস সহ আরও একাধিক ট্রেন বেশ কয়েক দিনের জন্য বাতিল থাকবে। এই সকল ট্রেন বাতিল থাকার কারণে যাত্রীদের সমস্যায় পড়তে হবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম এবং মগরা স্টেশনে চারদিনের জন্য নন ইন্টারলকিং কাজ চলবে। এরই পরিপ্রেক্ষিতে এইসকল ট্রেন বাতিল রাখা হচ্ছে।

ময়ূরাক্ষী এক্সপ্রেস প্রতিদিন হাওড়া থেকে দুমকা এবং দুমকা থেকে হাওড়া যাতায়াত করে থাকে। এই ট্রেনটি বীরভূমের সিউড়ি, দুবরাজপুর সহ একাধিক এলাকার মানুষের গণপরিবহনের অন্যতম মাধ্যম। সকালবেলায় কলকাতা অথবা হাওড়া যাওয়ার ক্ষেত্রে এই ট্রেনের উপর নির্ভর করে থাকেন স্থানীয় বাসিন্দারা। এই ট্রেনটি বাতিল থাকার কারণে সমস্যায় পড়তে হবে তাদের।

রেলের বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, ২৬ মে অর্থাৎ বৃহস্পতিবার বিকাল বেলায় হাওড়া স্টেশন থেকে আর ময়ূরাক্ষী এক্সপ্রেস দুমকার উদ্দেশ্যে রওনা দেবে না। এর পর ৩১ মে সকাল পর্যন্ত ট্রেনটি বাতিল থাকবে। ৩১ মে বিকাল বেলায় পুনরায় হাওড়া থেকে দুমকার উদ্দেশ্যে রওনা দেবে এবং তারপর থেকে প্রতিদিন আগের মতোই যাতায়াত করবে।