রাশিয়া থেকে ব্যবসা গোটাল এই সকল সংস্থা

নিজস্ব প্রতিবেদন : গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ওই দিন ভোররাতে পুতিনের নির্দেশের পর রাশিয়া সেনা হানা দিতে শুরু করে ইউক্রেনে। দেখতে দেখতে পরিস্থিতি বিগড়ে যায়। ধ্বংসস্তুপে পরিণত হতে শুরু করে ইউক্রেন।

তবে ইউক্রেনের উপর এই সেনা অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপরও চাপ তৈরি করতে শুরু করে আমেরিকা, ইংল্যন্ড সহ বিভিন্ন দেশ। অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছাড়াও সম্প্রতি বিভিন্ন বহুজাতিক সংস্থা তাদের ব্যবসা বন্ধ করছে রাশিয়াতে। মূলত রাশিয়ার এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমেরিকা সহ দেশগুলি তাদের ভাতে মারার পরিকল্পনা গ্রহণ করেছে।

রাশিয়া থেকে যেসকল সংস্থা ব্যবসা গোটানোর সিদ্ধান্ত নিয়েছে সেই সকল বহুজাতিক সংস্থাগুলির মধ্যে রয়েছে নেটফ্লিক্স, লিভাইস, কোক, পেপসি, ম্যাকডোনাল্ডস। এই সকল প্রতিটি সংস্থা মার্কিন শীর্ষস্থানীয় সংস্থা। আমেরিকার রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতেই এই সকল সংস্থাগুলি মস্কো থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

এই সকল সংস্থা ছাড়াও আরও যে সকল সংস্থার নাম রয়েছে সেগুলি হল টিকটক, স্টারবাক, জেনারেল ইলেকট্রিকের মত সংস্থাও। তাদের তরফ থেকে আপাতত রাশিয়ায় নিজেদের ব্যবসা চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ম্যাকডোনাল্ডসের প্রেসিডেন্ট এবং সিইও ক্রিস কেম্পজিনিস্কি তাঁর কর্মীদের উদ্দেশে খোলা চিঠিতে জানিয়েছেন, ‘আমাদের মূল্যবোধ থেকেই আমরা ইউক্রেনে তৈরি হওয়া অপ্রয়োজনীয় মানবিক যন্ত্রণাকে উপেক্ষা করতে পারি না।’

তবে এই সংস্থার তরফ থেকে এটাও জানানো হয়েছে, রাশিয়ায় তাঁদের ৮৫০টি স্টোর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও সেখানে কাজ করা ৬২ হাজার কর্মীর বেতন বন্ধ হবে না। এর পাশাপাশি ওই দেশে তারা নতুন করে কবে ব্যবসা শুরু করবেন তা নিয়েও কিছু জানাতে পারছেন না বলেও জানিয়েছেন।