করোনা আক্রান্ত সিপিআইএম নেতা মহঃ সেলিম

নিজস্ব প্রতিবেদন : দিন দিন রাজ্যে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আশংকার সঙ্গে জীবনযাপন করছেন দেশ তথা রাজ্যের বাসিন্দারা। দুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সিপিআইএমের বর্ষিয়ান নেতা শ্যামল চক্রবর্তী। এরপর সোমবার জানা যায় করোনা আক্রান্ত হলেন সিপিআইএমের আরও এক বর্ষীয়ান নেতা মহঃ সেলিম। তাকে বাইপাসের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে খবর।

সূত্র মারফত জানা গিয়েছে, দিন কয়েক ধরেই বর্ষীয়ান এই সিপিআইএম পলিটব‍্যুরো সদস্য মহঃ সেলিম জ্বর, শ্বাসকষ্ট ও পেট খারাপ নিয়ে ভুগছিলেন। এরপর তাকে বাইপাসের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে তার করোনা পরীক্ষা করা হলে সেই রিপোর্ট পজিটিভ আসে। বঙ্গ সিপিআইএমের একের পর এক বর্ষিয়ান নেতারা করোনা আক্রান্ত হওয়ার ফলে সিপিআইএমের অন্দরে করোনার থাবা চওড়া হচ্ছে। সর্বদা সংবাদের শিরোনামে থাকা এই সিপিআইএম নেতা করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দলের কর্মী-সমর্থকরা।

সিপিআইএম পলিটব‍্যুরো সদস্য মহঃ সেলিম করোনা আক্রান্ত হওয়ার পর আলিমুদ্দিনে করোনাতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ সম্প্রতি তাঁকে বেশ কয়েকবার সিপিআইএমের রাজ্য সদর দপ্তরে যাতায়াত করতে দেখা গিয়েছিল। অন্যদিকে এই নেতার করোনা আক্রান্ত হওয়ার পর তার পরিবারের সদস্যদের রাখা হয়েছে হোম আইসোলেশনে। তাদেরও কোভিড টেস্ট করা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

অন্যদিকে মহঃ সেলিম করোনা আক্রান্ত হওয়ার আগে রাজ্যের সিপিআইএম সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাদের সাথে বৈঠক করেছিলেন বলেও জানা গিয়েছে। বর্তমানে মহঃ সেলিম করোনা আক্রান্ত হওয়া ছাড়াও এর আগে সিপিআইএমেরই আরও তিনজন করোনা আক্রান্ত হয়েছেন, যারা হলেন প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু, শ্যামল চক্রবর্তী এবং অশোক ভট্টাচার্য।