একসঙ্গে ছেলে ও মেয়ের গলায় গান গাওয়ার ক্ষমতা রাখেন এই দৃষ্টিহীন যুবক

শর্মিষ্ঠা চ্যাটার্জী : জন্মগতভাবে প্রচুর মানুষ রয়েছে যাঁরা বিশেষভাবে সক্ষম। কারোর নেই দেখার ক্ষমতা, কেউ আবার শুনতে পাননা, হাঁটা চলা করার ক্ষমতাও থাকেনা অনেকের। তবে এইসব মানুষদের কঠিন জীবন সংগ্রাম করতে করতে এগোতে হয়। এদের জন্য জীবনের পথ এত মসৃণ হয়না যতোটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য হয়। তার ওপর তো রয়েছে সমাজের একাংশের তির্যক দৃষ্টি। সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে এগিয়ে যেতে থাকে এই মানুষরা।

তবে জীবন নামক রণক্ষেত্রে হেরে গেলে তো চলবে না, প্রতিনিয়ত লড়াই করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাই হচ্ছে আসল কথা। তাই তো হার মানেননি শান্তিপ্রিয় চাকমা। হ্যাঁ, এমনই একজন বিশেষ প্রতিভাধর মানুষের সাথে আজ পরিচয় করাবো যিনি বিশেষ ভাবে সক্ষম হয়েও বাঁচার লড়াই করে চলেছেন আর নিজের প্রতিভাতে মন জয় করেছেন জনতার।

এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যে ভিডিও সত্যিই প্রশংসনীয়। একজন দৃষ্টিহীন শিল্পী যিনি চোখে না দেখেও গলায় যেনো সুরের জাদু তাঁর। কেবল গলায় সুর নয় একসাথে তিনি পুরুষ, মহিলা উভয় কণ্ঠেই গান গাইতে পারেন। এমন বিরল ক্ষমতার অধিকারী শান্তিপ্রিয়র একটি গানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কুমার শানুর গাওয়া ‘বাজিগর’ গানটি গাইতে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে। কেবলমাত্র নিজের গলায় উভয় কণ্ঠই নয় মুখ দিয়েও বিশেষ এক প্রকার আওয়াজ করে মিউজিক দিতেই দেখা গেলো তাঁকে। আর এই ভিডিও সামনে আসতেই প্রশংসার ঝড় উঠেছে।

একজন জন্মান্ধ ব্যক্তি কিভাবে এত বিরল ক্ষমতার অধিকারী হতে পারেন। তবে এটা তো স্বীকার করতেই হয়। তাঁর এই প্রতিভা একদিনের অভ্যাসে আসেনি। দীর্ঘদিনের ফলে এমন দারুন প্রতিভায় তাক লাগিয়েছেন তিনি। সত্যিই এই বিচিত্র পৃথিবীতে কত ঘটনাই না সামনে আসে যাদের মধ্যে কিছু ঘটনা আমাদের মনে চিরস্থায়ী ছাপ ফেলে দেয়।