নাগরিকত্ব বিল নিয়ে বোলপুরে এসে মুখ খুললেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়

অমরনাথ দত্ত : নাগরিকত্ব বিল কেন্দ্রের উচিত পদক্ষেপ, হায়দ্রাবাদে পুলিশি এনকাউন্টার অপরাধ দমনের সঠিক নয়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিজের এক্তিয়ার অতিক্রম করছেন না, তিনি রাজ্যের রাজ্যপাল যেখানে খুশি যেতে পারেন।

সোমবার বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরীতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয় এমনই নানান প্রশ্ন নিয়ে মতামত জানালেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। সেন্ট্রাল লাইব্রেরির বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি আজ বিশ্বভারতীতে এসে পৌঁছান। সেখানের অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের করা বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তর দেন তিনি।

নাগরিকত্ব বিল পেশ করা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, “নাগরিকত্ব বিল কেন্দ্রের উচিত পদক্ষেপ, যা অনেকদিন আগেই নেওয়া উচিত ছিল।” আর এই নাগরিকত্ব বিল নিয়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “নানান জায়গায় বিক্ষোভ হতে পারে, এটা গণতান্ত্রিক দেশ। প্রত্যেকের এর বিরুদ্ধে বলার স্বাধীনতা আছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, নাগরিকত্ব ব্যাপারটি আমাদের সংবিধানের সপ্তম তহসিলের ১৭ নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকত্ব সম্পূর্ণ কেন্দ্রের ব্যাপার। সুতরাং যেটা কেন্দ্র করেছে বা করবে তা কেন্দ্র সরকারের বিষয়। কোন রাজ্য সরকারের এই বিষয়ে বলার এক্তিয়ার নেই, সংবিধানই সেটা বলে দিয়েছে।”

এছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও রাজ্যের দ্বন্দ্ব নিয়ে আজ তিনি জানান, “রাজ্যপাল তাঁর কোনো রকম অধিকার লঙ্ঘন করছেন বলে আমার চোখে ধরা পড়েনি। তিনি তো এ রাজ্যের রাজ্যপাল, রাজ্যের মধ্যে যেখানে খুশি যেতে পারেন। তিনি তো আর রাজ্যের বাইরে কোথাও যাচ্ছেন না।”

হায়দ্রাবাদের পুলিশি এনকাউন্টার প্রসঙ্গেও তিনি আজ জানান, “পুলিশি এনকাউন্টার অপরাধ দমনের সঠিক পথ নয়। তবে কিছু ব্যতিক্রমী জিনিসের ক্ষেত্রে এমন পদক্ষেপ নেওয়া যেতে পারে।” আর এজন্য তিনি ভারতের বিলম্বিত বিচার ব্যবস্থাকে দায়ী করেছেন। বিচারব্যবস্থা সংস্কার করা দরকার বলে দাবি করেন তিনি।

প্রসঙ্গত, আজই লোকসভায় কেন্দ্র সরকারের তরফ থেকে নাগরিকত্ব বিল পেশ করা হয় লোকসভায়। লোকসভাতে এই বিল পাশও হয়ে যায়। তবে এই নাগরিকত্ব বিল নিয়ে দেশজুড়ে ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ।