নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বুধবার অর্থাৎ আজ সকাল দশটায় ১৩৯ দিনের মাথায় চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বা ফলাফল প্রকাশ করলেন। তবে আজ ফলাফল প্রকাশিত হলেও পরীক্ষার্থীরা এখনই মার্কশিট হাতে পাবেন না। মার্কশিট পাওয়ার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের। মার্কশিট বিতরণ শুরু হবে আগামী ২২শে জুলাই থেকে। তবে এদিন সকাল ১০:৩০ টা থেকেই পরীক্ষার্থীরা অনলাইনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা প্রদত্ত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল দেখে নিতে পারবেন।
দেশজুড়ে করোনা পরিস্থিতি ও লকডাউন শুরু হওয়ায় উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা বাতিল হয়। কিন্তু মাধ্যমিকের সবকটি পরীক্ষার সঠিক সময়ে সম্পন্ন হওয়ায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মাধ্যমিক পরীক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে। মেধা তালিকা প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। এবছর মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হয় ২৭শে ফেব্রুয়ারি। পরীক্ষার্থী ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬। সফল ৮ লক্ষ ৪৩ হাজার ৩০৫। পাশের হার ৮৬.৩৪%। সেইমতো প্রকাশিত হলো এবছরের মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা।
দেখে নিন এবছরের মাধ্যমিকের মেধাতালিকা
সাফল্যের হার সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। দ্বিতীয় পশ্চিম মেদিনীপুর এবং তৃতীয় কলকাতা। এরপর রয়েছে দুই ২৪ পরগনা। পূর্ব মেদিনীপুরের সাফল্যের হার ৯৬.৫৯ শতাংশ। কলকাতায় পাশের হার ৯১.০৭ শতাংশ।
প্রথম : অরিত্র পাল, পূর্ব বর্ধমান থেকে। প্রাপ্ত নম্বর ৬৯৪। শতকরা ৯৯.১৪। মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইন্সটিটিউশনের ছাত্র।
দ্বিতীয় : সায়ন্তন গড়াই, বাঁকুড়ার ওন্দা হাইস্কুল এবং অভিক দাস (কাটোয়া কাশীরাম দাস হাইস্কুল)। প্রাপ্ত নম্বর ৬৯৩।
তৃতীয় : সৌম্য পাঠক, দেবস্মিতা মহাপাত্র, অরিত্র মাইতি (রহড়া রামকৃষ্ণ মিশন)। প্রাপ্ত নম্বর ৬৯০। মেয়েদের মধ্যে প্রথম দেবস্মিতা পাঠক। দেবস্মিতা পাঠক পূর্ব মেদিনীপুুরের ভবানীচক হাইস্কুলের পড়ুয়া।
চতুর্থ : অগ্নিভ সাহা। বীরভূম জেলা স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৯।
পঞ্চম : চারজন। দক্ষিণ দিনাজপুরের অঙ্কিত সরকার, বর্ধমানের স্বস্তি সরকার, বাঁকুড়ার রশ্মিতা মহাপাত্র, মুর্শিদাবাদের বিভাস মণ্ডল।
অনলাইনে যেসব ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট সেগুলি হল www.wbbse.org, http://wbresults.nic.in, www.exametc.com, abpananda.abplive.in, www.indiaresults.com, www.abpeducation.com, www.anandabazar.com, www.telegraphindia.com, www.schools9.com, www.jagranjosh.com, www.vidyavision.com, www.results.shiksha, www.fastresult.in।
এসএমএসের মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের টেক্সট মেসেজ করতে হবে ‘WB10 লিখে একটা স্পেস দিয়ে নিজের রোল নম্বর’। তারপর সেটিকে পাঠিয়ে দিতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে।
এছাড়াও www.exametc.com ওয়েবসাইটটিতে আগাম রোল নম্বর এবং মোবাইল নম্বর রেজিস্টার করে রাখা যায়। যখনই ফলাফল প্রকাশিত হয় তখনই রেজিস্টার্ড করে রাখা মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেওয়া হয়।