ঘূর্ণাবর্তের জেরে টানা দু’দিন বৃষ্টির সম্ভাবনা, জানালো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : বর্ষাকাল শুরু হয়ে গেলেও দক্ষিণবঙ্গ জুড়ে এখন সেই ভাবে বৃষ্টির দেখা নেই। অথচ এই একই সময়ে উত্তরবঙ্গ ভাসছে। দুই বঙ্গের এমন পরিস্থিতিতে নাজেহাল অবস্থা স্থানীয় বাসিন্দাদের। উত্তরবঙ্গের বাসিন্দারা অতি বৃষ্টিতে নাজেহাল আর দক্ষিণবঙ্গের বাসিন্দারা বৃষ্টি না হওয়াই গরমে নাজেহাল।

যদিও শুক্রবার বিকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার কারণে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলতে শুরু করেছে। শুক্রবারের পর শনিবার এবং রবিবার বেশ কিছু জায়গায়ই বৃষ্টি দেখা যায়। অন্যদিকে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত থাকার ফলে বৃষ্টি বাড়বে এপার বাংলাতেও।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তার জেরেই এদিনের এই বৃষ্টি। একই সঙ্গে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তাও নিম্নচাপে পরিণত হতে পারে। ওড়িশার কাছে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরে আগামী কয়েকদিন ভিজতে পারে বাংলা।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী দুদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যাবে। বৃষ্টি পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। অন্যদিকে বৃষ্টি বেশি হবে উত্তরবঙ্গ জুড়ে।

চলতি বছর নির্ধারিত সময়ে রাজ্যে বর্ষা ঢোকার কথা থাকলেও তা হয়নি। এমনকি বর্ষার আগমন হয়ে গেলেও এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও সেই ভাবে বৃষ্টির দেখা মেলেনি। দক্ষিণবঙ্গ জুড়ে এইভাবে বৃষ্টির আকাল তৈরি হওয়ায় চাষীদের মাথাতেও চিন্তার ভাঁজ তৈরি হয়েছে। কিভাবে চাষাবাদ হবে তা নিয়েই এই চিন্তার ভাঁজ।