দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করলো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : ‘শীত চলে গেল, চলে গেল’, দিন কয়েক ধরে এমনটা মনে করা হলেও পৌষ মাসের শেষেই ফের হাজির শীত। পুনরায় শীত হাজির হওয়ার পাশাপাশি মাঘ মাসে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এমনকি দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

শুক্রবার হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গের ৫ জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহ অনুভব করা যাবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সকল জেলার তাপমাত্রা অনেকটাই নেমে যাবে বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে এইভাবে তাপমাত্রা নামার পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। আর সেই পূর্বাভাসই সত্যি হতে দেখা গেল।

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে শুক্রবার কলকাতা এবং তার সংলোগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রী সেলসিয়াস। অন্যদিকে শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১° কম। তবে এই তাপমাত্রা আরও নামার সম্ভাবনার কথা জানানো হয়েছে অফিসের তরফ থেকে।