নবমী থেকেই রাজ্যের এই ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : উৎসবমুখর পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। মহাষ্টমীতে বৃষ্টি যেমন দেখা না মিললেও আগামীকাল অর্থাৎ মহানবমীর দিন থেকেই বৃষ্টির দেখা মিলতে পারে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অন্ততপক্ষে এমনটাই।

অষ্টমীর সকাল থেকেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় আকাশের মুখ ভার লক্ষ্য করা যায়। শুধু মুখ ভার নয়, এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে অষ্টমীতেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অষ্টমীতে যে সকল জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সকল জেলাগুলি হল কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। তবে স্বস্তির খবর এটাই যে বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্তভাবে।

তবে নবমীর দিন থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। নবমী থেকে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মত ৭টি জেলার ক্ষেত্রে। বাকি অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টির তেমন কোন পূর্বাভাস নেই।

নবমীর দশমীতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা মিলতে পারে বলে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। দশমীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে।

অন্যদিকে একাদশী অর্থাৎ শনিবার থেকে রাজ্যজুড়ে পুনরায় দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। ওই দিন থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং রবিবার ও সোমবার বৃষ্টির ব্যাপকতা লক্ষ্য করা যাবে। দক্ষিণ-পূর্ব বাতাসে ভর করে বিপুল পরিমাণে জলীয়বাষ্প ঢোকার কারণেই এই বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যাবে। বৃষ্টির পাশাপাশি এই সময় হালকা ঝড়ো হাওয়াও লক্ষ্য করা যেতে পারে।