নিম্নচাপের জের, ভাসবে দক্ষিণবঙ্গের ১০ জেলা, পূর্বাভাস হাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে বর্ষার আগমন ঘটতেই জোরকদমে শুরু হলো তার ঝড়ো ইনিংস। আলিপুর হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল এই বৃষ্টি নিয়ে। সেই পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ১০ জেলা সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আলিপুর হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বেলা বাড়তেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে লাগাতার বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কখনো রোদ, কখনো মেঘ, কখনো আবার বৃষ্টিতে ভাসবে বিক্ষিপ্ত এলাকা। এই ভাবেই চলবে দিনভর।

অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গের যেসকল জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেই সকল জেলাগুলি হল কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দিন কয়েক ধরেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটা নেমে গিয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ৩ থেকে ৪ ডিগ্রি। পাশাপাশি মাঝেমাঝেই মুষলধারে বৃষ্টি চোখে পড়ছে। আগামী দিন কয়েক এই নিম্নচাপের প্রভাব থাকবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।

পাশাপাশি মৌসম ভবন জানিয়েছে, চলতি বছর নির্ধারিত সময়ের কিছুটা পরে বর্ষার আগমন ঘটলেও বৃষ্টির কোনরকম ঘাটতি হবে না বলেই মনে করা হচ্ছে। বৃষ্টির পরিমাণ স্বাভাবিক থাকার খবরে কিছুটা হলেও স্বস্তির মুখ দেখেছেন দেশের চাষীরা।