বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি, সোমবার পর্যন্ত চলার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

নিজস্ব প্রতিবেদন : সকাল থেকে রোদের সাথে মেঘ। সাথে গুমোট গরম। আর বিকেল হতেই বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পূর্বাভাস আগেই ছিল। আরও পূর্বাভাস এই ঝড়-বৃষ্টি চলতে পারে আগামী সোমবার পর্যন্ত।

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ ও বিহারে রয়েছে একটি করে দুটি ঘূর্ণাবর্ত। আর এই জোড়া ঘূর্ণাবর্তের কারণে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে।যার কারণেই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা আকাশ বজায় থাকার পাশাপাশি বিকাল গড়াতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি শুরু হয় বীরভূম ও অন্যান্য জেলায়। বীরভূমের সিউড়িতে ঝড় বৃষ্টির কারণে গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়েছে সিউড়ি থেকে বক্রেশ্বর যাওয়ার রাস্তা। ইরিগেশন কলোনির মধ্যে আরও একটি গাছ ভেঙে পড়েছে।

টানা দিন কয়েকের কালবৈশাখীর ফলে রাজ্যের বেশিরভাগ জেলার তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। বৃহস্পতিবার শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। আর দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী কম। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম। দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রী কম।

ছবি ও ভিডিও : হিমাদ্রি মণ্ডল ও লাল্টু