ছাদ ফুটে ঘরের ভিতর পাথর, রাতারাত ১০ কোটি টাকার মালিক যুবক

নিজস্ব প্রতিবেদন : রাতারাতি কেউ কোটিপতি হয়ে উঠবেন তা হয়তো ছেঁড়া কাঁথায় লাখ টাকার স্বপ্ন দেখার মতোই। তবে তা হলেও সম্প্রতি এমনটাই বাস্তবায়িত হতে দেখা গেল এক যুবকের ক্ষেত্রে। শুধু কোটিপতি নন, রাতারাতি ১০ কোটি টাকার মালিক হলেন তিনি। তাও আবার ছাদ ফুটে ঘরের ভিতর পাথর ঢুকতেই।

ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার জসুয়া হুটাগালুং নামে ৩৩ বছর বয়সী এক যুবকের ক্ষেত্রে। ইন্দোনেশিয়ার এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগস্ট মাসে একদিন বাড়ির বাইরে কাজ করছিলেন ওই যুবক। এমন সময় হঠাৎ করে তার বাড়ির ভেতর ছাদ ভেঙে কিছু একটা ঢুকে পড়ে। ঘটনা তার চোখে পড়তেই বাড়ির ভিতরে ঢুকেছে দেখতে পান পাথরের মত গরম কিছু একটা মাটির ভিতরে আটকে রয়েছে। ঠান্ডা হলে সেই পাথর তুলে আনেন ওই যুবক।

প্রথমে পাথর ভাবা হলেও পরে জানা যায় সেটি পাথর নয়, গ্রহাণুর টুকরো অংশ। যার ওজন ২.১ কেজি। বর্তমানে ওই গ্রহাণু টুকরোর দাম উঠেছে প্রায় ১০ লক্ষ পাউন্ড (৯.৮ কোটি টাকা)। আর সেটি তিনি বিক্রিও করেছেন। বর্তমানে পাথরটি তরল নাইট্রোজেনে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে সঞ্চয় করে রাখা হয়েছে।

ইন্দোনেশিয়ার ওই যুবক জানান, “ঘটনার সময় বিকট শব্দ হয়। ওই পাথরের টুকরো বাড়ির উপর পড়াই বাড়ির ছাদ এবং বাড়ির একাংশ ভেঙে গেছে।”

কিন্তু ওই গ্রহাণুর টুকরো এত মূল্যবান কেন? এবিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই গ্রহাণুর টুকরোর ভিতর এমন কিছু পদার্থ রয়েছে যাদের বয়স কমকরে ৪৫০ কোটি বছর। গ্রাম পিছু সেই সকল ধাতব পদার্থের দাম ৬৩ হাজার টাকার বেশি হতে পারে।