করোনা আবহে ভিন্ন ভাবে পালিত হবে স্বাধীনতা দিবস, জারি হলো নির্দেশিকা

নিজস্ব প্রতিবেদন : করোনা কাঁটাই চলতি বছর বন্ধ হয়ে গেছে একের পর এক ধর্মীয় থেকে নানান অনুষ্ঠান। আর এবার এই করোনার কোপ পড়তে চলেছে স্বাধীনতা দিবসেও। সংক্রমণ এড়াতে ইতিমধ্যেই জারি হয়েছে নির্দেশিকা। আর এর পরেই প্রশ্ন উঠছে তাহলে কিভাবে পালিত হবে এবছরের স্বাধীনতা দিবস!

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সুরক্ষিতভাবে স্বাধীনতা দিবস পালনের জন্য শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে। যে নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, স্বাধীনতা দিবসেও কোনরকম জমায়েত করা যাবে না। ভার্চুয়াল পদ্ধতিতেই এবার পালন করতে হবে এই স্বাধীনতা দিবসকে। তবে ভার্চুয়াল পদ্ধতিতে স্বাধীনতা দিবস পালন করা হলেও প্রধানমন্ত্রী প্রতিবছরের মতো লালকেল্লায় নিয়ম মেনে জাতীয় পতাকা উত্তোলন করবেন। নিয়ম মেনে জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি জাতির উদ্দেশ্যে ভাষণও দেবেন। তবে লালকেল্লায় বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কোন অতিথি উপস্থিত থাকবেন না।

এবছর স্বাধীনতা দিবস পালন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে

১) সশস্ত্র সেনা এবং দিল্লি পুলিশের উপস্থিতিতে এবছর লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। উপস্থিত সশস্ত্র সেনা এবং দিল্লি পুলিশেরাই দেবেন গার্ড অফ অনার।

২) রাষ্ট্রপতি ভবনেও এবছর ঘরোয়াভাবে পালন করা হবে স্বাধীনতা দিবস।

৩) পুলিশ এবং মিলিটারি ব্যান্ডের পারফরম্যান্স আগে থেকেই কোন ঐতিহাসিক জায়গায় রেকর্ড করার পর সেই রেকর্ডিং বিভিন্ন অনুষ্ঠানে সম্প্রচার করা হবে।

৪) স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাকি যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে যেমন বৃক্ষরোপণ, ক্যুইজ, বিতর্ক সভা ইত্যাদি আয়োজন করতে হবে ডিজিটাল প্লাটফর্মে। আর যে সমস্ত অনুষ্ঠানগুলি ডিজিটাল প্লাটফর্মে করা সম্ভব নয় সেগুলি পালনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব এবং বর্তমান করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

৫) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় সংগীত এবং গান স্যালুটের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন। পতাকা উত্তোলন শেষে দেওয়া হবে জাতির উদ্দেশ্যে ভাষণ। পাশাপাশি এদিন তেরঙ্গা বেলুন ওড়ানো হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য নির্দেশিকায় বলা হয়েছে

১) কেবলমাত্র জাতীয় সঙ্গীত এবং গান স্যালুটের মধ্য দিয়ে রাজ্যের রাজধানীতে জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

২) স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসকরা করোনা যোদ্ধাদের এবং করোনা জয়ীদের সম্মান দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারেন।

৩) তবে সবক্ষেত্রেই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে রাজ্য সরকারগুলিকে।

৪) রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সকাল ৯টার পর স্বাধীনতা দিবস পালনের জন্য জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন প্রশাসকরা। পাশাপাশি তাদের মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।