জুন মাসের মিড ডে মিলে কি কি পাবেন, রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : গত মে মাসের প্রথম থেকে সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি দেওয়া হয়। গ্রীষ্মের ছুটি এখনো চলছে। এই ছুটি চলবে আগামী ২৬ জুন পর্যন্ত। দীর্ঘ এই গরমের ছুটি নিয়ে শিক্ষক মহলের একাংশের মধ্যে সিলেবাস শেষ করা, পড়ুয়াদের পঠন-পাঠন ইত্যাদি নিয়ে মতানৈক্য রয়েছে।

অন্যদিকে আবার করোনাকালে দীর্ঘ দু’বছরের কাছাকাছি সময় স্কুল কলেজ বন্ধ থাকার পর পুনরায় তা খুললেও দীর্ঘ এই গরমের ছুটি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তবে এই ছুটি কমানো নিয়ে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করেনি রাজ্য সরকার। অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের পড়ুয়াদের জন্য বরাদ্দ মিড ডে মিল ছুটি চলাকালীন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই মে মাসের মিড ডে মিলের বরাদ্দ খাদ্য সামগ্রী পড়ুয়া অথবা তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। জুন মাসেও যেহেতু এখনও পর্যন্ত স্কুল খুলেনি, তাই সেই একই পদ্ধতিতে জুন মাসের জন্য বরাদ্দ মিড ডে মিল সামগ্রী তুলে দেওয়া হবে পড়ুয়া অথবা পড়ুয়াদের অভিভাবকের হাতে।

জুন মাসের বরাদ্দ মিড ডে মিলের সামগ্রীতে যা যা দেওয়া হবে তা হল ২ কেজি চাল, ২ কেজি আলু, ২৫০ গ্রাম মুসুর ডাল, ২৫০ গ্রাম চিনি, ১টি সাবান ও এক মাসের আয়রন ট্যাবলেট। স্কুলের তরফ থেকে নির্ধারিত করে দেওয়া দিনের ভিত্তিতে এই সকল খাদ্য সামগ্রী অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে।

প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, গরমের ছুটি আরও ১০ দিন বাড়িয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে সরকারি নির্দেশিকা অনুসারে ২০-২৬ জুনের মধ্যে পড়ুয়াদের অভিভাবকদের হাতে তাদের প্রাপ্য মিড ডে মিলের খাদ্য সামগ্রী তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।