বাদাম কাকার দিন শেষ, এবার ঝড় তুললেন বর্ধমানের গান ফেরি মিলন

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি যাদের সেলিব্রেটি হতে দেখা গিয়েছে তাদের মধ্যে তালিকায় প্রথম যার নাম আসে তিনি হলেন রানু মন্ডল। রানু মন্ডলের পর এই তালিকায় সংযুক্ত হয় বীরভূমের ভুবন বাদ্যকরের নাম। যিনি বাদাম কাকা হিসাবেই জনপ্রিয়তা অর্জন করেছেন।

তবে এবার এই সকল ভাইরাল সেলিব্রিটিদের দিন যখন শেষের দিকে সেই সময় উঠে এলেন পূর্ব বর্ধমানের মিলন কুমার। এই মিলন কুমার মূলত পেটের তাগিদে ট্রেনে ট্রেনে গান ফেরি করে বেড়ান। তার মঞ্চ হচ্ছে ট্রেন এবং শ্রোতারা হলেন ট্রেনের যাত্রীরা। ভোর বেলা থেকেই শুরু হয় তার যাত্রা। ট্রেনের ভিড় কামরায় কখনো কুমার শানু অথবা কেকের গান ধরে মুগ্ধ করেন যাত্রীদের।

মিলন কুমার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের অন্তর্গত নিত্যানন্দপুরের বাসিন্দা। তিনি তার আর্থিক অনটন দূর করার জন্য, সংসার চালানোর তাগিদে এইভাবে ট্রেনে ট্রেনে গান করে বেড়ান। বহু বছর ধরেই তিনি এই পেশায় যুক্ত রয়েছেন। সম্প্রতি তিনি বিখ্যাত সঙ্গীত শিল্পী কেকের প্রয়াণের পর তার গান গেয়ে ভাইরাল হয়েছেন।

ভাইরাল হওয়া এই সঙ্গীত শিল্পী মিলন কুমারের বাড়ি বলতে রয়েছে কেবলমাত্র ত্রিপল আর বাঁশ দিয়ে ঘেরা একটি কুঁড়েঘর। এই ঘরেই আর্থিক অনটনকে নিত্যসঙ্গী করে দুই সন্তান, স্ত্রী, বোন ও অসুস্থ বাবা-মাকে নিয়ে দিনযাপন করছেন। সকাল হলেই তিনি বেরিয়ে যান স্টেশনের উদ্দেশ্যে আর তারপর ট্রেনের হুইসেল বাজলেই শুরু হয় তার গান। শীত-গ্রীষ্ম-বর্ষা বছরের সব সময় থাকে এইভাবে গান গেয়ে যাত্রীদের আনন্দ দিতে দেখা যায় বর্ধমান কাটোয়া লোকালে।

ছোটবেলা থেকেই গানের প্রতি আসক্তি রয়েছে মিলন বাবুর। কিন্তু পারিবারিক আর্থিক অনটনের কারণে প্রথমেই তার তাল কেটে যায়। গান শেখা হয়নি কারোর থেকে। তিনি যেটুকু গান শিখেছেন তা তিনি শিখেছেন তার বাবা রাজিব শেখের থেকে। তার বাবাও গান ফেরি করতেন ট্রেনে। মিলন বাবু এইভাবে ট্রেনে গান গাওয়ার পরিপ্রেক্ষিতে যাত্রীদের থেকে আর্থিক সাহায্য পান এবং তাতেই সংসার চালান। তবে তার স্বপ্ন রয়েছে ভবিষ্যতে বড় কোন মঞ্চে গান গাওয়ার।