ভুবন বাদ্যকরের দিন শেষ, ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন মিলন কুমার

নিজস্ব প্রতিবেদন : একসময় যে মানুষটির খাবার জুটত না, সেই মানুষটি আজ রাজমহলের মত বাড়িতে বসে আইফোন ঘাঁটাঘাঁটি করছেন। সেই মানুষটি আর কেউ না, বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর।

রাতারাতি এই ভুবন বাধ্যকর তার কাঁচা বাদাম গানের দৌলতে সেলিব্রেটি হয়ে ওঠেন। তবে এবার তার দিন ফুরাতে শুরু করেছে। এখন ধীরে ধীরে তার জায়গা নিচ্ছেন পূর্ব বর্ধমানের মিলন কুমার। এই মিলন কুমারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার দৌলতে রাতারাতি সেলিব্রেটি হয়ে উঠেছেন।

মিলন কুমার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের অন্তর্গত নিত্যানন্দপুরের বাসিন্দা। তিনি ছোট থেকেই আর্থিক অনটনের মধ্যে মানুষ হয়েছেন। যে কারণে কারোর কাছে গান শেখা হয়নি। গানের প্রতি ঝোঁক থেকে তিনি যেটুকু গান শিখেছেন তা তার বাবার কাছ থেকেই। এই মিলন কুমার বসবাস করেন একটি ত্রিপল ও বাঁশ দিয়ে ঘেরা কুঁড়েঘরে। বাড়িতে রয়েছে দুই সন্তান, স্ত্রী, বোন এবং অসুস্থ বাবা-মা।

পেটের তাগিদে মিলন কুমার প্রতিদিন সকাল হলেই ছুটে যান বর্ধমান কাটোয়া লোকাল এবং সেখানে যাত্রীদের গান শোনান এবং তাদের থেকে যেটুকু পান তা দিয়েই তার সংসার চলে। তবে ধীরে ধীরে এই মিলন কুমার এখন জায়গা করে নিচ্ছে সকলের মাঝে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সম্প্রতি মিলন কুমার বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছেন তার অসাধারণ গানের গলার জন্য।

সম্প্রতি মিলন কুমারকে এক ভিডিও ক্রিয়েটরের সঙ্গে দেখা যায় কলকাতায়। যেখানে ওই ভিডিও ক্রিয়েটর মিলন কুমারকে গাড়িতে চাপিয়ে কলকাতার বিভিন্ন জায়গা ঘোরানোর পাশাপাশি গঙ্গার বুকে ভ্রমণ করান। কলকাতা ভ্রমণের সময় গাড়ি চড়ে ঘোরা থেকে নৌকায় ভ্রমণ করা সব জায়গায় মিলন কুমারকে তার কন্ঠে গান গাইতে দেখা যায়। সেই গান এখন নতুন করে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।