দূর্গা পুজোয় নতুন গান নিয়ে হাজির মিলন কুমার, না শুনলে মিস করবেন

নিজস্ব প্রতিবেদন : দুর্গা পুজোয় প্রতিবছর বিভিন্ন শিল্পীদের নানান গান রিলিজ করতে দেখা যায়। এবার সেই সকল শিল্পীদের তালিকায় উঠে এসেছেন লোকাল ট্রেনের গায়ক মিলন কুমার। লোকাল ট্রেনে গান গাইতে গাইতে ভাইরাল হওয়ার পর এই মিলন কুমার প্রতিনিয়ত নতুন নতুন গান রিলিজ করে চলেছেন। সেই সকল গানের তালিকায় এবার তিনি নিয়ে এলেন একটি পুজোর গান।

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে নিত্যানন্দপুরের বাসিন্দা মিলন কুমার। অত্যন্ত দুঃস্থ দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই মিলন কুমার সংসার চালানোর জন্য গান ফেরি করার সিদ্ধান্ত নেন। সেই মতো বর্ধমান কাটোয়া সহ বিভিন্ন ট্রেনে তিনি ভোর থেকে গান গাইতে শুরু করে রাতে বাড়ি ফিরতেন।

বাবা ছাড়া অন্য কারোর কাছে শিক্ষা না নিয়েও যে এইভাবে গান করা যায় তা দেখিয়েছেন মিলন কুমার। সম্প্রতি এই মিলন কুমার মাস কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন। তারপর থেকেই তার ভাগ্য ঘুরে যায়। ভাইরাল হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন জায়গায় গান করার সুযোগ পাচ্ছেন। সেই রকমই তিনি এবার একটি পুজোর গান রিলিজ করলেন যার নাম হলো ‘আশ্বিনে মা দুর্গা এলো’।

মিলন কুমারের সঙ্গে এই গানে কন্ঠ দিয়েছেন গায়িকা জয়ন্তী মন্ডল দাস। গানটি লিখেছেন কৃষ্ণেন্দু ভৌমিক। মিউজিক অ্যারেঞ্জ ইত্যাদিতে রয়েছেন সন্তু দাস। আর এস মিউজিকের তরফ থেকে এই গানটি রেকর্ডিং এবং রিলিজ করা হয়েছে। গানটি রিলিজ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলাদাভাবে সাড়া ফেলেছে। এই গান না শুনলে রীতিমতো মিস করতে হবে আপনাদের।

তবে মিলন কুমার রাতারাতি সেলিব্রিটি হয়ে একের পর এক জায়গায় গান গাওয়ার সুযোগ এবং মিউজিক ভিডিও রিলিজ করলেও তিনি আগে যেমন মাটির মানুষ ছিলেন ঠিক তেমনি এখনো একই রকম রয়ে গেছেন। তার এই স্বভাব নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘নিজের জায়গা কখনো ভুললে হবে না।’