নতুন গান আনছেন মিলন কুমার, স্টুডিওতে হবে রেকর্ডিং, Exclusive ভিডিও

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দুবরাজপুর ব্লকের কাঁচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন পূর্ব বর্ধমানের মিলন কুমার। ভুবন বাদ্যকরের মতোই অত্যন্ত দুঃস্থ দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন এই মিলন কুমার। বর্ধমান শহর থেকে ৩০ কিলোমিটার দূরে নিত্যানন্দপুরে তার বসবাস।

অসীম দরিদ্রের সঙ্গে জীবন যাপন করা মিলন কুমারের বাড়ি বলতে কেবলমাত্র বাঁশ দিয়ে ঘেরা ত্রিপল টাঙ্গানো একটি কুঁড়েঘর। যেখানে বাবা-মা, স্ত্রী, সন্তান এবং মানসিক ভারসাম্যহীন দিদিকে নিয়ে বসবাস করেন তিনি। তার বাবাও একজন বাদাই শিল্পী। লেখেন যাত্রা ও তর্জা গান। তবে তিনি প্যারালাইসিস হয়ে যাওয়ার পর সংসারের হাল ধরতে হয় মিলন কুমারকে।

প্রথম দিকে মিলন কুমার ডাফলি বাজিয়ে বর্ধমান কাটোয়া লোকাল, ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার, আসানসোল পুরুলিয়া লোকাল ইত্যাদি ট্রেনে গান গাইতেন। পরে তিনি একটি কারাওকে মেশিন কেনেন এবং সেই মেশিন বাজিয়ে ট্রেনে হিন্দি, বাংলা গান গাইতে শুরু করেন। তার অসাধারণ গানের গলায় মুগ্ধ হয়ে ট্রেনের যাত্রীরা তাকে যা সাহায্য করেন তা দিয়েই তার সংসার চলে। তিনি যে রোজগার করেন সেই রোজগার দিয়ে এতজনের সংসার চালানো খুব কষ্টকর।

মিলন কুমারের কন্ঠ স্বরে এখন কোটি কোটি মানুষ মুগ্ধ হলেও জানলে আশ্চর্য লাগবে তিনি কোথাও গান নিয়ে তালিম নেন নি। তিনি যেটুকু শিখেছেন তা শিখেছেন তার বাবার থেকে। একেবারে ভদ্র নম্র, মিষ্টি মুখের এই মিলন কুমার অনায়াসেই মন জয় করে নেন তার শ্রোতাদের। এই মিলন কুমার এবার স্টুডিওতে নিজেরই জীবনী নিয়ে গান গাইতে চলেছেন। তার সেই গানের নাম হল ‘লোকাল ট্রেন’।

লোকাল ট্রেন গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন আবীর মল্লিক। এই গানটি খুব তাড়াতাড়ি রিলিজ হবে স্টুডিও ভয়েস নামে একটি ইউটিউব চ্যানেলে। এই গানের বিষয়ে আবির মল্লিক জানিয়েছেন, গানটি মিলন কুমারের জীবনী নিয়ে লেখা এবং গায়ক মিলন কুমারই। মিলন কুমারের কথা অনুযায়ী, শ্রোতারা এতদিন হিন্দি, বাংলা গান শুনেছেন তাঁর কণ্ঠে। এবার নতুনত্ব দেখতে পাবেন এই লোকাল ট্রেন গানে।