স্বাধীনতা দিবসে মিলন কুমার গাইলেন ‘সন্দেশে আতে হে’, শুনলে মন জুড়িয়ে যাবে

নিজস্ব প্রতিবেদন : দেশের স্বাধীনতা দিবসের ৭৫ বর্ষ পূর্তি এবং ৭৬ তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে দেশজুড়ে। স্বাধীনতা দিবসের এই শুভ লগ্নে দেশের মানুষের আজাদী কা অমৃত মহোৎসব পালনের মাঝেই পূর্ব বর্ধমানের গায়ক মিলন কুমার গাইলেন ‘সন্দেশে আতে হে’। তার এই গান শুনলে মন জুড়িয়ে যাবে তা নিয়ে কোন দ্বিমত নেই। জনপ্রিয় এই গানটি মিলন কুমারের কন্ঠে ফের একবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে ১৯৯৭ সালে রিলিজ হয় বর্ডার সিনেমাটি। এই সিনেমার হৃদয়স্পর্শী গানগুলির মধ্যে অন্যতম গানটি হল ‘সন্দেশে আতে হে’। জাভেদ আখতারের লেখা এই গান কম্পোজ করেছিলেন অনু মল্লিক আর গানটি গেয়েছিলেন সোনু নিগম এবং রূপ কুমার রাঠোর। এই গানের মধ্য দিয়ে ভারতীয় সেনাদের কষ্টকর জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে।

স্বাধীনতা দিবসের শুভ লগ্নে এই গানটি গেয়েই নতুন করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন মিলন কুমার। পূর্ব বর্ধমানের নিত্যানন্দপুরের মিলন কুমার দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন। দীর্ঘদিন ধরে তিনি লোকাল ট্রেনে গান গেয়ে জীবন জীবিকা নির্বাহিত করছেন। এরই মধ্যে গত ৩১ মে কলকাতায় অনুষ্ঠান করতে এসে সংগীতশিল্পী কে কে প্রয়াত হওয়ার পর মিলন কুমার ভাইরাল হন।

সোশ্যাল মিডিয়ার দৌলতে যেমন বীরভূমের ভুবন বাদ্যকর ভাইরাল হয়েছিলেন, ঠিক একইভাবে এই মিলন কুমার ভাইরাল হন। মিলন কুমার ভাইরাল হওয়ার পর সম্প্রতি বিভিন্ন জায়গায় গান গাওয়ার সুযোগ পাচ্ছেন এবং একাধিক স্টুডিও থেকে নিজের গান রেকর্ডিং করাচ্ছেন। এই মিলন কুমারের গান শুনে এখন সোশ্যাল মিডিয়ার দর্শকরা পাগল হয়ে পড়েছেন।

মিলন কুমার সম্প্রতি এই যে গানটি গেয়েছেন সেখানে তার সঙ্গ দিয়েছেন এস কে বাবন। হৃদয়স্পর্শী এই গানটি মিলন কুমার এবং এস কে বাবনের কন্ঠে ১৪ আগস্ট সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়।