পেট্রোল-ডিজেলের পর এবার দাম বাড়তে চলেছে দুধের, মাথায় হাত মধ্যবিত্তদের

নিজস্ব প্রতিবেদন : প্রতিনিয়ত বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। শুধু পেট্রোল-ডিজেলের দামেই শেষ নয়, ফেব্রুয়ারি মাসে তিন দফায় ১০০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। আর এই জ্বালানির দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় তার সরাসরি প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে। আর এবার এরই মাঝে জানা যাচ্ছে দাম বাড়তে চলেছে দুধের।

জানা গিয়েছে, দুধের নতুন দাম কার্যকর হবে আগামী মাসের প্রথম তারিখ ১লা মার্চ থেকে। আর এই দুধের দাম বৃদ্ধির বিষয়ে গত মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রতলামের ২৫ টি গ্রামের দুধ ব্যবসায়ীদের তরফ থেকে। দুধের দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির সাথে সাথে পরিবহন খরচ বৃদ্ধিকেই দায়ী করেছেন। পাশাপাশি গবাদি পশুদের খাবারের দাম বৃদ্ধিকেও উল্লেখ করা হয়েছে।

রতলাম মিল্ক প্রোডিউসারস অ্যাসোসিয়েশনের প্রধান হিরালাল চৌধুরী জানিয়েছেন, “গতবছর দুধের দাম বৃদ্ধি করার কথা থাকলেও করোনা পরিস্থিতির জন্য বাড়ানো হয়নি। কিন্তু বর্তমানে পেট্রোল ডিজেল থেকে শুরু করে গবাদি পশুদের খাবারের খরচ সবই বেড়ে গেছে। পাশাপাশি মোষের দামও এখন দেড় লাখের কাছাকাছি। এমত অবস্থায় দুধের দাম বৃদ্ধি করা ছাড়া কোনো উপায় নেই।”

[aaroporuntag]
প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে পাঁচ থেকে ছয় টাকা বেড়েছিল দুধের দাম। টোনড দুধ বিক্রি হচ্ছিল ৪০-৪৩ টাকায়। হারে বারেই দুধের দাম এক লাফে ১২ টাকা প্রতি লিটার বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে আগামী ১লা মার্চ থেকে ৫৫ টাকা লিটার দুধ বিক্রি হতে পারে।