‘মোদিজির জন্য শহীদ হলো ভারতের ২০ জন জওয়ান’, মিল্টন রশিদ

নিজস্ব প্রতিবেদন : পূর্ব লাদেখের গালওয়ান উপত্যকায় LAC বরাবর গত ১৫ই জুন ভারত ও চিন সেনাদের সংঘাতে ভারতের ২০ জন সেনা জওয়ান শহীদ হন। আর এই ঘটনার পর থেকেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ, পাশাপাশি বদলা নেওয়ার আগুন জ্বলতে থাকে ভারতীয়দের মধ্যে। তবে এবার এই ভারতীয় জওয়ানদের শহীদ হওয়ার জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে দায়ী করলেন বীরভূমের হাঁসন বিধানসভার বিধায়ক মিল্টন রশিদ।

বিধায়ক মিল্টন রশিদ শনিবার একটি ভিডিও বার্তায় সায়েরী বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ঘটনার জন্য দায়ী করার পাশাপাশি বেশ কতকগুলি প্রশ্নবাণ ছুঁড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্র সরকারকে উপলক্ষ্য করে। ভিডিও বার্তায় তিনি ভারতবাসীদের উদ্দেশ্যে বলেছেন, “হে আমার ভারতীয়রা মোদীজিকে জিজ্ঞেস করুন, মোদীজি জন্য আমাদের ভারতীয় ২০ জন সেনা জওয়ান শহীদ হলেন ভারত-চীন সীমান্তে। আপনি কেন ওই শহীদ জাওয়ানদের সেখানে পাঠিয়েছিলেন? যদি জরুরি ছিল তাহলে খালি হাতে কেন পাঠিয়েছিলেন? কোথায় আপনি? কোথায় গেল আপনার বিশ্বস্ততা? কোথায় গেল আপনার চৌকিদারি? কী পেলেন আপনি আমাদের ভারতীয়দের গর্ভ খালি করে। আপনি তো আমাদের ভারত মাতার চৌকিদার।”

এর পরেই তিনি আবার সায়েরির ছন্দে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, “আপনি যদি অসমর্থ হন, আপনি যদি না পারেন তাহলে ছেড়ে দিন চৌকিদারি। আমরা সকলে মিলে ভারতমাতার রক্ষা করব।”

গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী এই সংঘাতে ভারতের ২০ জন জওয়ান শহীদ হওয়ার পর একই প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল কংগ্রেসের প্রাক্তণ সভাপতি রাহুল গান্ধীকে। তিনিও প্রশ্ন তুলেছিলেন কেন ভারতীয় সেনাদের হাতিয়ারহীন অবস্থায় বিপদের মুখে কেন ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। যদিও এই প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, “গালওয়ান উপত্যকায় যে বাহিনী সংঘাতে জড়ায় তাদের হাতে হাতিয়ার ছিল। সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা সব জাওয়ানদের হাতিয়ার থাকে। কিন্তু শর্ত ও প্রোটোকল মেনে তা ব্যবহার করা হয়নি।”

তবে এসবের পরেও এদিন আবারও বীরভূমের হাঁসন বিধানসভার কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদের এহেন প্রশ্ন এবং সেই সকল প্রশ্নকে নিয়ে সায়েরী রচনা নতুন করে এই বিতর্কে ঘি ঢেলে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।