বিজেপির ‘মণ্ডল সভাপতি’ নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ‘মিম’, শুরু শোরগোল

লাল্টু : রাজ্যজুড়ে বঙ্গ বিজেপির সংগঠনকে শক্ত করতে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে শুরু করেছে মন্ডল সভাপতি, জেলা সভাপতি নির্বাচন। সদ্য রাজ্যের বিভিন্ন জেলায় বেছে নেওয়া হয়েছে মন্ডল সভাপতিদের। এবার পালা জেলা সভাপতিদের বেছে নেওয়া। তবে মন্ডল সভাপতি নির্বাচিত হওয়ার পরই রাজ্যের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে তুমুল বিতর্ক। একই অবস্থা বীরভূমেও। তবে এখানে সরাসরি যুদ্ধ নয়, লড়াই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গত বুধবার থেকে বীরভূমের দুবরাজপুর শহরের বিজেপির শহর সভাপতি এবং বেশ কিছু স্থানীয় বিজেপি নেতৃত্বকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘দুবরাজপুর পক্ষ’ নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে শুরু হয়েছে একের পর এক কটাক্ষ, ‘মিম’। জানিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে জেলা জুড়ে। সোশ্যাল মিডিয়ার এই ‘মিম’ নিয়ে তৃণমূল-বিজেপি তরজা শুরু হলেও আমজনতারা মজার ছলে নিচ্ছেন বলেই মত শহরবাসীদের।

সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এই মিম নিয়ে শহরের বিজেপি নেতৃত্ব অভিযোগ, “যারা এই সকল কাজ করছেন তারা নিজেদের বিজেপি কর্মী বলে প্রচার করলেও আসলে তারা কোনদিনই বিজেপির নয়। কারণ বিজেপির হলে এভাবে দল বিরোধী কার্যকলাপ করতে পারত না। ওরা অন্য দলের হয়ে বিজেপির নামে অপবাদ ছড়ানোর জন্য এসকল করে বেড়াচ্ছে। আমরা এই নিয়ে জেলা নেতৃত্বকে জানিয়েছি তারা আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।”

অন্যদিকে তৃণমূলের তরফ জানানো হয়, “রাজ্যে বিজেপির সংগঠন বলে কিছু নেই, আর তার কারণেই মন্ডল সভাপতি নির্বাচনের পর থেকেই রাজ্যজুড়ে একের পর এক অশান্তি শুরু হয়েছে গেরুয়া শিবিরে। আর তারই প্রতিচ্ছবি আমাদের জেলাতেও। দলের গোষ্ঠীদ্বন্দ্ব পরিস্ফুটিত।”

প্রসঙ্গত, সপ্তদশ লোকসভা নির্বাচনের পর এই রকমই একটি মিম ‘3 Idiots’ নামে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় ও দুবরাজপুর শহরের দুই বিজেপি নেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়িয়ে ছিল। যদিও পরে ওই পোস্টটি তুলে নেওয়া হয়।