চাকরি যেতেই মন্ত্রী কন্যা অঙ্কিতার ‘সততা’র পুরাতন পোস্ট ভাইরাল

নিজস্ব প্রতিবেদন : শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর সঙ্গে নাম জড়িয়েছে তার কন্যা অঙ্কিতা অধিকারীর। এই দুর্নীতি কাণ্ডে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

শুধু চাকরি থেকে বরখাস্ত করা নয়, এর পাশাপাশি এই দুর্নীতি কান্ডে নাম জড়িয়ে যাওয়ার পর তিনি যতদিন চাকরি করেছেন সেই চাকরির সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের এই সকল নির্দেশের পরই অঙ্কিতা অধিকারীর সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট ভাইরাল।

অঙ্কিতা অধিকারীর পুরাতন যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, তিনি তার প্রোফাইল পিকচার আপডেট করেছিলেন এবং তার ক্যাপশনে লিখেছিলেন Honesty is the best policy…।’ অর্থাৎ ‘সততাই মহৎ গুন’। যদিও এই ছবি যাচাই করে নি BanglaXp। তবে এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় তুলে দিয়েছে।

এসএসসি মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে অভিযোগ ৪৩ মাস ধরে রাষ্ট্রবিজ্ঞানের সহকারি শিক্ষিকা হিসেবে চাকরি করেছেন তিনি। ববিতা সরকার এই চাকরীর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সেই মামলায় কলকাতা হাইকোর্ট অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয়। এর পাশাপাশি এই এতোদিনের চাকরি করার জন্য যে বেতন তিনি পেয়েছিলেন তা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে এসএসসি দুর্নীতি কাণ্ডে ববিতা সরকার এখন আন্দোলনের মুখে হয়ে উঠেছেন দেশের সামনে। কারণ তিনি যেভাবে নিজের অদম্য জেদ বজায় রেখে লড়াই চালিয়ে গিয়েছেন এবং তার এই জেদের জেরে মন্ত্রীকেও সিবিআই-এর মুখোমুখি হতে হয়েছে তাই এখন আলোচ্য বিষয়।