‘এই পথে না হলে অন্য পথ ধরতে হবে’, রাজীবের মন্তব্যে চরম জল্পনা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা ভোটের আগে ইতিমধ্যেই শাসক দলে বিরম্বনা বাড়িয়েছেন রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক পদক্ষেপ। আর এরপর আবার গোদের উপর বিষফোঁড়া হয়ে হাজির বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। দিন কয়েক ধরেই তাকে ঘিরে বিরম্বনা বৃদ্ধির পর গতকাল তার অরাজনৈতিক মঞ্চে একটি মন্তব্য ঘিরে চরম জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Advertisements

Advertisements

শুক্রবার হুগলির কামারপুকুরে সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট্রের উদ্যোগে আয়োজিত একটি অরাজনৈতিক মঞ্চে অংশগ্রহণ করেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, ‘যত মত তত পথ। এই পথে না হলে অন্য পথ ধরতে হবে।’ আর বনমন্ত্রীর এই মন্তব্য ঘিরে যখন জল্পনা দানা বাঁধছে ঠিক সে সময়ই রাজীব বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে প্রশ্নে মেজাজ হারালেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়।

Advertisements

‘যত মত তত পথ। এই পথে না হলে অন্য পথ ধরতে হবে।’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন এই মন্তব্য করছেন সে সময় তিনি আবার এই মন্তব্যের সাফাই দিয়ে এটাও জানিয়েছেন যে, ‘ঠাকুরকে স্মরণ করে পুরোটা বলেছি। কোন রাজনৈতিক কারণে বলিনি। আজ আমি যেখানে উপস্থিত রয়েছি সেটি একটি অরাজনৈতিক মঞ্চ। আর সেখানে রাজনৈতিক মন্তব্য করতে স্বাভাবিকভাবেই আমার অসুবিধা হবে।’

তবে রাজীব বন্দ্যোপাধ্যায় এই সকল সাফাই দিলেও রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে জল্পনার খামতি নেই। ওয়াকিবহাল মহলের দাবি, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও যেমনটা লক্ষ্য করা গিয়েছিল তাৎপর্যপূর্ণভাবে সেই ধারাবাহিকতায় লক্ষ্য করা যাচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও। শুভেন্দু অধিকারীর মতোই রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার পড়ছে দিকে দিকে। একইভাবে ও রাজনৈতিক মঞ্চে অংশগ্রহণ করে নানান তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিচ্ছেন রাজিব বাবু। আর এই সকল পোস্টার, ইঙ্গিত জল্পনা রেখেই যাচ্ছে।

আর এই রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি এখন শুভেন্দু অধিকারীর পর রাজ্য রাজনীতিতে অন্যতম আলোচ্য ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন তাকে ঘিরে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কে প্রশ্ন করা হলে তিনি মেজাজ হারিয়ে বলেন, “রাজীব বন্দ্যোপাধ্যায় কি এমন লোক যে তার জন্য আমাকে বিবৃতি দিতে হবে!”

Advertisements