৩০ টাকার লটারি ভাগ্য বদলে দিল মিঠুর, কয়েক ঘন্টাতেই রাজমিস্ত্রি থেকে কোটিপতি

নিজস্ব প্রতিবেদন : রাজমিস্ত্রির কাজ করে কোনো রকম দিন চলে যাচ্ছিল মিঠুর। তবে তার এই দিন চলে যাওয়ার সময় বদলে দিল ৩০ টাকার লটারি। লটারিতে রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন প্রতিদিন কাউকে না কাউকে কোটিপতি করছে সেই রকমই এই তালিকায় এবার নাম উঠলো মিঠু দেব শর্মার।

মিঠু দেব শর্মা হলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। রায়গঞ্জে বিরঘই গ্রামপঞ্চায়েতের গোয়ালগাওয়ে তিনি বসবাস করেন। বাড়িতে মা, বাবা, ভাই, বোনকে নিয়ে তার সংসার। সংসার চালানোর জন্য রাজমিস্ত্রির কাজ বেছে নিয়েছেন তিনি। তবে কোটিপতি হওয়ার ফলে এখন আর তাকে কষ্ট করে রাজমিস্ত্রির কাজ করতে হবে না।

মিঠু জানিয়েছেন, শনিবার তিনি ৩০ টাকার লটারি কিনেছিলেন। খেলা হয়ে যাওয়ার পর টিকিটের নম্বর মিলিয়ে দেখতে পান প্রথম পুরস্কার হিসেবে কোটি টাকা এসেছে। এরপর রবিবার সকালেই তিনি পৌঁছে যান রায়গঞ্জ থানায়। মূলত কোটি টাকা জেতার পর ভয়ের কারণেই তিনি থানায় গিয়েছিলেন।

তিনি যে এইভাবে লটারি টিকিটে কোটি টাকা জিতবেন তা কোনদিন ভেবে উঠতে পারেননি। এমন না ভাবাটাই স্বাভাবিক, এমনকি প্রথমে নম্বর মেলানোর সময়ও তিনি বিশ্বাস করতে পারেননি। কিন্তু পরে ঘোর কাটলে সত্যিই টিকিট কোটি টাকা জিতেছেন তা স্পষ্ট হয়। কোটি টাকা দিতে তিনি এবং তার পরিবারের সদস্যরা আনন্দে আত্মহারা।

দিনানা দিন খাওয়া মিঠু এইভাবে রাতারাতি কোটি টাকা পেয়ে কি করবেন তা সম্পর্কে তিনি জানিয়েছেন, এই টাকা দিয়ে তিনি বাড়িঘর তৈরি করবেন এবং বোনের জন্য কিছু টাকা আলাদা করে ব্যাঙ্কে স্থায়ী আমানতে জমা রাখবেন। তবে মিঠুর স্পষ্টভাবেই জানিয়েছেন এখনো পর্যন্ত এই টাকা দিয়ে সামাজিক কিছু কাজকর্ম করার পরিকল্পনা তিনি করেননি।