‘এক ছোবলেই ছবি’, বিজেপিতে যোগ দিয়েই মিঠুনের হুংকার

নিজস্ব প্রতিবেদন : বিজেপিতে যোগ দেওয়ার প্রথম দিনেই বাংলার মহাতারকা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে তারই সিনেমার ডায়লগ ধরে ছুঁড়ে দিলেন হুংকার। রবিবার ব্রিগেডের সমাবেশে গেরুয়া শিবিরে নাম লেখানোর পর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রথমেই বলেন, ‘আজকের দিনটা আমার কাছে একটা স্বপ্নের মত।’

বক্তব্য রাখার সময় তিনি বলেন, “আমি বাঙালি, আমি গর্বিত বাঙালি। বাংলাতে জায়গায় বসবাস করেন তারাই বাঙালি।” আর এর মাঝেই তিনি বলে ওঠেন, “আমি জানি আপনারা আমার ওই ডাইলগটা শোনার জন্য অপেক্ষা করছেন। আর এই এতগুলো লিডার আছেন এখানে। সেই সব নেতাদের বক্তব্যকে একটা জায়গায় করে আমি একটাই কথা বলবো। হ্যাঁ আমি মিঠুন চক্রবর্তী। আমি যা বলি তা করে দেখায়।”

ডায়লগ প্রসঙ্গে তিনি বলেন, “আর সেই ডায়লগটা হল, আমি জলঢোঁড়াও নয়, বেলেবোড়াও নয়, আমি একটা কোবরা, গোখরো, আমি আমি জলঢোঁড়াও নয়, বেলেবোড়াও নয়, জাত কোবরা। এক ছোবলেই ছবি।”

[aaroporuntag]
এখানেই শেষ নয়, এই ডায়লগ শেষ হওয়ার সাথে সাথেই মিঠুন চক্রবর্তী বলে ওঠেন, “এবার কিন্তু এটাই হবে। দাদার প্রতি ভরসা রাখুন। আমার কথায় বিশ্বাস রাখবেন। দাদা কখনো মুখ ফিরিয়ে পালিয়ে যাইনি। আমি সবসময় আপনাদের সাথে ছিলাম। এক ছোবলেই ছবি। এর থেকে কেউ বেরিয়ে পালাতে পারবে না।”