দ্বিগুণ হয়েছে তৃণমূল বিধায়কদের চাঁদা, কত দিতে হয় জানেন

নিজস্ব প্রতিবেদন : ২০১১ সালে রাজ্যের শাসকদলের পরিবর্তন হওয়ার পর একাধিক ক্ষেত্রে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় রাজ্যে নানান প্রকল্প শুরু হয়েছে। ঠিক তেমনই অর্থনৈতিক দিক দিয়ে বিচার করে বিধায়কদের বেতনও অনেকটা বাড়ানো হয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গের একজন বিধায়ক সমস্ত কিছু মিলিয়ে মাসে প্রায় ৮৪ হাজার টাকা পেয়ে থাকেন। আর একুশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল বিধায়কদের দলীয় চাঁদাও দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল শাসকদল।

ইতিমধ্যেই দলীয় তহবিলে দান করা এই চাঁদার বর্ধিত প্রস্তাব দিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং সেই প্রস্তাব গ্রহণ করাও হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। সূত্র মারফত এটাও জানা যাচ্ছে, আগামী জুলাই অথবা মে মাস থেকে এই বর্ধিত অঙ্কের টাকা সরাসরি দলের ফান্ডে দিতে হবে বিধায়কদের। পাশাপাশি তৃণমূল ভবন সংস্কার করার জন্য প্রত্যেক বিধায়ককে এককালীন ১০,০০০ টাকা করে দেওয়ার আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১১ সালে ক্ষমতায় আসার পর দলের খাতে বিধায়কদের চাঁদা হিসাবে মাসে ১০০০ টাকা করে বেঁধে দেওয়া হয়েছিল। আর এই টাকা ১০ বছর পর দ্বিগুণ হচ্ছে অর্থাৎ এখন থেকে বিধায়কদের দলীয় ফান্ডে প্রতিমাসে ২০০০ টাকা করে অনুদান জমা দিতে হবে। সূত্র মারফত জানা যাচ্ছে, বিধায়কদের এই টাকা সরাসরি তাদের বেতন থেকে কেটে নেওয়া হয়। অর্থাৎ বেতনের টাকা থেকে সরাসরি পার্টি ফান্ডে জমা পড়ে অনুদানের টাকা।