আর কষ্ট নয়, সোনাঝুড়ি খোয়াই হাটে মিটলো টয়লেট সমস্যা, সঙ্গে আরও সুবিধা

নিজস্ব প্রতিবেদন : বছরভর বিভিন্ন জায়গা থেকে শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাটে হাজার হাজার পর্যটকদের আগমন হয়। তবে এখানে এযাবৎ সবচেয়ে বড় সমস্যা ছিল টয়লেট। সেই সমস্যা দূর করল বীরভূম জেলা প্রশাসন।

বীরভূম জেলা প্রশাসন এবং বীরভূম জেলা পরিষদের সহযোগিতায় পূর্ব ভারতে প্রথম আয়োটিক কন্ট্রোল সেন্সর যুক্ত টয়লেট চালু হল খোয়াই হাটে। এই অত্যাধুনিক টয়লেটের কন্ট্রোল করা যাবে বিশ্বের যে কোন জায়গা থেকেই। দেখে নেওয়া যাবে এখানে কি পরিমাণ জল রয়েছে এবং কতজন মানুষ তা ব্যবহার করছেন।

২২ লক্ষ টাকা খরচ করে একটি পুরাতন বাসকে ইলু নামে একটি সংস্থার তরফ থেকে এমন অত্যাধুনিক টয়লেটের রূপ দেওয়া হয়েছে। এখানে টয়লেট ছাড়াও আরও একাধিক সুবিধা আগত পর্যটকদের প্রদান করা হবে। কি কি সুবিধা পাওয়া যাবে তা সম্পর্কে জানিয়েছেন বীরভূম জেলাশাসক বিধান রায়।

এখানে রয়েছে মহিলাদের জন্য তিনটি টয়লেটের ব্যবস্থা রয়েছে, একটি ওয়াশরুম এবং পোশাক পরিচ্ছদ পরিবর্তন করার জন্য রুম। বাচ্চাদের নিয়ে আসা পর্যটকদের জন্য দুধ খাওয়ানোর কর্নার রয়েছে। এর পাশাপাশি পিছনের দিকে উভয় লিঙ্গ এবং বিশেষভাবে সক্ষম ও পুরুষদের ব্যবহারের জন্য টয়লেট রাখা হয়েছে। এছাড়াও পর্যটকদের জন্য ফুড কর্নার রাখা হয়েছে।

অন্যদিকে এই টয়লেট যারা ব্যবহার করবেন তাদের সামান্য পরিমাণ অর্থ ব্যয় করতে হবে বলে জানানো হয়েছে। পরিকল্পনা এইভাবেই নেওয়া হচ্ছে যাতে না লাভ, না ক্ষতি হয়। তবে খরচ যাই হোক না কেন এইরকম একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে এমন অত্যাধুনিক টয়লেটের প্রয়োজন ছিল তা অনস্বীকার্য। সেই প্রয়োজন মিটে যাওয়ার ফলে আর আগত পর্যটকদের কষ্ট করতে হবে না।