নোট বন্দির পর এবার সোনা নিয়ে বড় সিদ্ধান্তের পথে মোদি সরকার

নিজস্ব প্রতিবেদন : ২০১৬ সালের ৮ই নভেম্বর রাতারাতি ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কালোবাজারি রুখতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও সেই সিদ্ধান্তের ফলাফল কতটা সফল তা নিয়ে এখনও প্রশ্ন তোলেন বিরোধী রাজনৈতিক নেতারা।

আর এবার নোট বদলের মতই সোনা কেনার ক্ষেত্রেও নতুন পদক্ষেপ নিতে চলেছেন মোদি সরকার বলে সূত্রের খবর। এবারও কালো টাকা রুখতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। সিএনবিসি আওয়াজ সূত্রে খবর, সোনা কেনায় লাগাম টানতে নতুন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। সোনার ক্ষেত্রে আয়কর দপ্তর Amnesty Scheme নামে নতুন স্কিম আনতে চলেছে কেন্দ্র সরকার।

নতুন Amnesty Scheme আসলে কি?

এই স্কিম অনুযায়ী কারোর কাছে রশিদ ছাড়া নির্দিষ্ট একটি মাত্রার উপরে সোনা থাকলে তার বিষয়ে আয়কর দপ্তরকে জানাতে হবে। পাশাপাশি ওই সোনার মূল্য কত তাও জানাতে হবে সরকারকে।

সোনার মূল্য নির্ধারণের জন্য ভ্যালুয়েশন সেন্টারের সার্টিফিকেট লাগবে। আর রশিদ ছাড়া যতটা সোনার পরিমাণ জানাবেন তার জন্য ট্যাক্স ভরতে হবে।

মন্দির বা ট্রাস্টের কাছে থাকা সোনা প্রডাক্টিভ ইনভেস্টমেন্ট হিসাবে ব্যবহার করার ঘোষণা হতে পারে।

সোনাকে অ্যাসেট ক্লাস হিসাবে বাড়ানোর ঘোষণা হতে পারে।

গোল্ড স্কীমকে আরও জনপ্রিয় করে তোলার জন্য বেশকিছু বদল আনা হতে পারে।

জানা গিয়েছে, এই স্কিমটি একটি বিশেষ সময়ের জন্য খোলা হবে। স্কিম শেষ হওয়ার পর কারোর কাছে নির্দিষ্ট পরিমাণের বেশি সোনা থাকলে বিপুল পরিমাণে জরিমানা গুনতে হবে। আরও খবর এই যে, এই স্কিমের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি ড্রাফ্ট তৈরি করেছে। অর্থ মন্ত্রণালয়ের সেই প্রস্তাব ক্যাবিনেটে পাঠানো হবে। শীঘ্রই এই স্কিমকে অনুমোদন দেওয়া হতে পারে।