প্রধানমন্ত্রী হিসেবে কত শতাংশ মানুষ মোদিকেই চান, ম্যাজিক কি এখনও বহাল তবিয়তে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে দেশের অর্থনীতি চরম সঙ্কটে। এমনকি এই অতিমারির কারণে বেকারত্ব সমস্যাও বেড়েছে অনেকটা। তবে এই পরিস্থিতিতেও বহাল তবিয়তে নরেন্দ্র দামোদর মোদির ম্যাজিক। তার জনপ্রিয়তা এতোটুকু টোল খায় নি। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাকেই প্রধানমন্ত্রীর মসনদে চাইছেন। সাম্প্রতিককালের আইএএনএস-সি ভোটার স্টেট অফ দ্য নেশন-এর সমীক্ষা থেকে এমনটাই জানা গিয়েছে।

Advertisements

Advertisements

আইএএনএস-সি ভোটার স্টেট অফ দ্য নেশন-এর সমীক্ষা থেকে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা শুধু ভারতের অন্যান্য রাজ্যে এখনও রয়েছে এমনটা নয়। তার বিপুল জনপ্রিয়তা রয়েছে পশ্চিমবঙ্গেও। মোদির আকাশছোঁয়া জনপ্রিয়তা টের পাওয়া গিয়েছে দেশের প্রতিটি লোকসভায় ৩০ হাজারের বেশি মানুষের উপর সমীক্ষা চালিয়ে।

Advertisements

কত শতাংশ মানুষ মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান

আইএএনএস-সি ভোটার স্টেট অফ দ্য নেশন সমীক্ষা বলছে দেশের সিংহভাগ মানুষই পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান নরেন্দ্র দামোদর মোদিকে। দেশের ৫৯.২২ শতাংশ মানুষ মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই ভারত প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে আত্মনির্ভর হতে পারে। এই বিপুল সংখ্যক মানুষ প্রধানমন্ত্রীর সিংহাসনে মোদিকেই দেখতে চান।

রাহুল গান্ধীকে কত শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান

প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার নিরিখে দ্বিতীয় স্থানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী থাকলেও তিনি নরেন্দ্র মোদির ধারে কাছে নেয়। তার পক্ষে সায় দিয়েছেন মাত্র ২৫.৬২% মানুষ। তবে রাহুল গান্ধীর জনপ্রিয়তা কেরল এবং তামিলনাড়ুতে বেশ ভালো। কেরলে ৫৪.২৮ শতাংশ এবং তামিলনাড়ুতে ৪৮.২৬ শতাংশ মানুষ তার পক্ষে রয়েছেন।

মোদির বিপুল জনপ্রিয়তা কোন কোন রাজ্যে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবথেকে বেশি জনপ্রিয়তা রয়েছে ওড়িশা ও হিমাচল প্রদেশে। এই দুই রাজ্যে ৮০ শতাংশের বেশি মানুষ নরেন্দ্র মোদির পক্ষে সায় দিয়েছেন। পশ্চিমবঙ্গ সহ দেশের ১০টি রাজ্যের গড়ে ৬৫% মানুষ নরেন্দ্র মোদির পক্ষে রয়েছেন। কেবলমাত্র পশ্চিমবঙ্গেই তার জনপ্রিয়তা ৬২.১৯%। এমনকি ৩৭০ ধারার বিতর্ক থাকলেও জম্মু-কাশ্মীরে মোদির জনপ্রিয়তা চোখে পড়ার মতো। সেখানে ৪৬.৭৪% মানুষ মোদিকে সমর্থন করেন। সেই জায়গায় জম্মু-কাশ্মীরে রাহুল গান্ধীর জনপ্রিয়তা মাত্র ৩৪.১৫%।

Advertisements