ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেই ১০০০ কোটি টাকা সাহায্য ঘোষণা মোদির

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার ঘূর্ণিঝড় আমফান বিধ্বস্ত এলাকা ঘুরে দেখতে স্বয়ং রাজ্যে এসে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কপ্টারে চেপে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকরকে সঙ্গে নিয়ে রাজারহাট, গোসাবা, মিনাখা, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ সহ রাজ্যের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। আর তারপরেই প্রশাসনিক বৈঠকে রাজ্যকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। প্রাথমিকভাবে ১০০০ কোটি টাকা সাহায্যের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর পর্যবেক্ষক দল আসবে, ক্ষয়ক্ষতির হিসাব অনুযায়ী আরও সাহায্য দেওয়া হবে বলেও জানান তিনি।

দেশ এখন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। আর এই লড়াইয়ের মাঝেই দোসর হয়ে উপস্থিত প্রাকৃতিক দুর্যোগ। বুধবার বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আমফান সুপার সাইক্লোনে পরিণত হয়ে বয়ে যায় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও আরও কয়েকটি জেলার উপর দিয়ে। আর এই সুপার সাইক্লোনের প্রকোপে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। পাশাপাশি রাজ্যে কোটি কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকার ছবি দেখেই ট্যুইট করেন এবং বার্তা দেন পশ্চিমবঙ্গের পাশে থাকার। ট্যুইট লেখেন, “ঘূর্ণিঝড় আমফানের ক্ষয়ক্ষতি নিয়ে পশ্চিমবঙ্গের অনেক ছবি দেখলাম। এই সময়টা খুব কঠিন সময়। সারা দেশ বাংলাকে সংহতি জানাচ্ছে। রাজ্যের মানুষদের কল্যাণের জন্য প্রার্থনা জানাচ্ছি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি যাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা যায়।” পাশাপাশি প্রধানমন্ত্রী অফিস থেকে বৃহস্পতিবার রাতেই জানানো হয় বাংলার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই।

সমস্ত পরিস্থিতি ঘুরে দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যকে আপাতত ১০০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা যেমন করেন ঠিক তেমনি মৃতদের পরিবারগুলিকেও ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন। প্রধানমন্ত্রী ঘোষণা করেন, “আমফানের প্রকোপে মৃতদের পরিবারকে মাথাপিছু ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে প্রধানমন্ত্রী বিপর্য‌য় মোকাবিলা ফান্ড থেকে।”

তবে শুধু আর্থিক সাহায্যের কথা ঘোষণা করায় নয় পাশাপাশি তিনি এদিন ঘূর্ণিঝড়ের দাপটে রাজ্যের অন্ততপক্ষে ৮০ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন, সমবেদনা জানিয়েছেন মৃতদের পরিবারের প্রতি। এছাড়াও তিনি এদিন বাংলার পুনর্গঠনের দরকার আছে কথাও বলেন। আর রাজ্য পুনর্গঠনে খুব তাড়াতাড়ি জয়লাভ করবে বলেও জানান।