৩৯ বছর বয়সেও তাজা, অসাধারণ ক্যাচ নিয়ে প্ৰমাণ করলেন মহঃ কাইফ

নিজস্ব প্রতিবেদন : রাস্তায় চলাফেরা নিয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মোট পাঁচটি দেশের প্রাক্তন ক্রিকেট তারকাদের নিয়ে একটি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের আয়োজন করা হয়েছে। যে সিরিজে খেলছেন ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার প্রাক্তণ ক্রিকেটারা। মোট দশটি খেলা হবে এই সিরিজে। প্রতিটি খেলায় টি-২০। আর এই বিশেষ সিরিজের তৃতীয় ম্যাচে গত মঙ্গলবার মুম্বাইয়ের ডাঃ ডি.ওয়াই. পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে মুখোমুখি হয় ভারত ও শ্রীলঙ্কার প্রাক্তণ ক্রিকেট কিংবদন্তীরা। আর সেই ম্যাচেই মহঃ কাইফকে নিতে দেখা গেল একটি অসাধারণ ক্যাচ। যা দেখে ক্রিকেটপ্রেমীরা উৎসাহিত, কাইফ প্ৰমাণ করলেন ৩৯ বছরেও সে তাজা।

এই ম্যাচ চলাকালীন অষ্টম ওভারে যখন মুনাফ প্যাটেল বল করতে আসেন তখন অন্য প্রান্তে ব্যাট করছেন তিলকরত্নে দিলশান। মুনাফ তিলকরত্নে দিলশানকে একটি শর্ট বল করেন। আর সেই শর্ট বল পুল করতে গিয়ে মিস টাইমিং হয় দিলশানের। বল ব্যাটের উপর লেগে হাওয়ায় ভেসে চলে যায় ডিপ মিড উইকেটের দিকে। আর তখনই হাওয়ায় ভেসে আসা বল দেখে ছুটে যান মহঃ কাইফ। আর সেই পুরাতন দিনের সোনালি মুহূর্তকে মনে করিয়ে সটান বলের উপর ঝাঁপিয়ে পড়া। আর তারপরেই অসাধারণ ক্যাচ। যা দেখে দর্শকাসনে বসে থাকা দর্শকরা ছাড়াও দলের ক্যাপ্টেন শচীন তেন্ডুলকর হাততালি দিতে বাদ গেলেন না।

একসময় এই মহঃ কাইফ যখন ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করতেন তখন সকলেই তার ফিল্ডিংয়ের জন্য সাধুবাদ জানাতেন। আর এবারও ৩৯ বছর বয়সে খেলতে নেমে তিনি প্রমাণ করলেন তিনি এখনো সেই কাইফই আছেন। বয়স বাড়লেও তার পারফরম্যান্স এখনো দমে পড়েনি। এই ম্যাচে দুর্দান্ত ফিল্ডিং ছাড়াও ব্যাট করতে নেমে মহঃ কাইফ ৪৫ বলে ৪৬ রান করে দলকে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে অনবদ্য ভূমিকা নেন।

টসে জিতে ভারতীয় কিংবদন্তীরা শ্রীলঙ্কার কিংবদন্তিদের প্রথমে ব্যাট করতে পাঠান। ব্যাট করতে নেমে একেবারে পুরাতন ফর্মে দেখা যায় শ্রীলঙ্কার কিংবদন্তিদের। তারা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৮ রান সংগ্রহ করে ভারতীয় কিংবদন্তিদের সামনে ১৩৯ রান লক্ষ্যমাত্রা রাখেন। ভারতীয় কিংবদন্তীরা এই রান তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে লক্ষ্যমাত্রায় পৌঁছায়।