হাসিনের কাছে হেরে কুপোকাত শামি, মাসে মাসে গুনতে হবে মোটা টাকা

দীর্ঘদিনের চলা মামলায় জয়ী হলেন মহম্মদ শামির (Mohammad Shami) পত্নী হাসিন জাহান (Hasin Jahan)। পাঁচ বছরের লড়াইয়ের রায় বেরোলো গত সোমবার। আদালত তরফে জানানো হয়েছে হাসিন জাহানের দাবি অনুযায়ী বিবাহ বিচ্ছেদ মামলায় ক্রিকেটার মহম্মদ শামিকে খোরপোশ দিতে হবে। সোমবার আলিপুর আদালত তরফে এমনটাই নির্দেশ দেওয়া হলো মহম্মদ শামিকে।

এদিন মামলায় জিতে হাসিন সংবাদ মাধ্যমে জানান, “পাঁচ বছর ধরে মামলা লড়েছি। প্রথমে খোরপোশ না পেলেও পরে তা আদালত দিয়েছেন। এতে আমি খুশি। তবে টাকার পরিমান আরও বাড়তে পারত। আসলে মেয়ের ভবিষ্যৎ রয়েছে। আমার আয় বলতে কিছুই নেই। তাই আবেদন করেছিলাম। তবে এই টাকাতেও আমি খুশি নই। আমি উচ্চতর আদালতে আবেদন করব।” তবে এই রায় বেরোনোর পর এখনো কোনো উত্তর দেয়নি শামি।

সূত্রের খবর, বিবাহ বিচ্ছেদ হওয়ায় ২০১৮ সালে শামির থেকে মেয়ে পড়াশোনা সহ নিজের খোরপোশ হিসাবে ১০ লাখ টাকা দাবি করে হাসিন। তবে সেই দাবি খারিজ হয়ে যাওয়ায় এতদিন কোনো খোরপোশ দিতে হয়নি শামিকে। তবে হার মানেনি হাসিন। তিনি আবারো আবেদন করেন আদালতে। আর সেই দীর্ঘ লড়াইয়ে জিত হয় হাসিন-এর।

আলিপুর আদালত রায় দেন, “খোরপোশ বাবদ ৮০ হাজার টাকা দিতে হবে শামিকে। পাশাপাশি মেয়ের জন্য আরও ৫০ হাজার টাকা দিতে হবে তাঁকে। মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা প্রতি মাসে দিতে হবে শামিকে।”

এছাড়া, এদিন হাসিন-এর আইনজীবী আদালতে বলেন, শামির আরো বেশি পরিমাণ টাকা দেওয়া উচিত হাসিনকে। হাসিন-এর মতে, “শামি এক বছরে অন্তত সাত কোটি ১৯ লক্ষ টাকা রোজগার করেন। অন্যদিকে হাসিনের আয় সে তুলনয়ায় অনেকটাই কম। জীবনযাত্রার মান ধরে রাখা এবং মেয়ের পড়াশুনোর খরচও রয়েছ। তাই মোটা টাকা খোরপোশ দেওয়া উচিত শামির। সেই মামলা শুনে এদিন এমন রায় দিল আলিপুর আদালত।”