পাইপে জলের বদলে টাকা! আজব ঘটনায় চক্ষু চড়কগাছ নেট দুনিয়ার

শর্মিষ্ঠা চ্যাটার্জী : টাকার গাছ নামক প্রবাদবাক্যটি তো শুনেছেন? টাকার পাইপ শুনেছেন কখনও। এমনই তাজ্জব ঘটনা ঘটলো কর্ণাটকের এক জুনিয়র ইঞ্জিনিয়ারের বাড়িতে। পাইপ খুললেই বেরিয়ে আসলো টাকা, কমসম কোনো টাকা নয় লক্ষ লক্ষ টাকা। যা দেখে তো সবার চক্ষু চড়কগাছ। এমনই হয় নাকি!

বাড়িতে অতর্কিতে দুর্নীতি দমনের বিভাগের তল্লাশি আর তাতেই বিপত্তি। অফিসারদের থেকে নিজের অসৎ উপায়ে অর্জন করা টাকা লুকোতে গিয়েই বাড়ির জলের পাইপে ঢুকিয়ে রাখলেন টাকা। কিন্তু অফিসাররা তো আর কম যাননা। তাঁদের সন্দেহ হওয়ায় প্লাম্বার ডেকে পাইপ কাটতেই চোখ মাথায় ওঠার জোগাড়। পাইপ কাটতেই বেরোচ্ছে গোছা গোছা টাকাও সোনার গয়না

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কালাবুর্গিতে। অভিযুক্তের নাম শান্তগৌড়া বিরাদর যিনি একজন পেশায় PWD এর জুনিয়র ইঞ্জিনিয়ার। এসপি মহেশ মেঘান্নবর এর নেতৃত্বে দুর্নীতি দমন শাখার কাছে আগেই খবর ছিল ওই অফিসারের বহির্ভূত সম্পত্তির ব্যাপারে। সেইমতো তাঁরা তল্লাশি চালিয়েছিলেন।

পরবর্তী ঘটনায় অবাক হয়ে যান সকলে। দরজায় এসে টোকা দিতেই অভিযুক্ত ওই অফিসার নিজের বিপদ আগে থেকে ঠাওর করে নিয়ে প্রথমে প্রায় মিনিট দশেক দরজা খোলেননি আর তাতেই অফিসারদের সন্দেহ আরও গাঢ় হয়। ওই সময় টুকু তিনি বাড়ির টাকা পয়সা, গয়না লুকোনোর জন্য নিয়েছিলেন। অফিসাররা কিছুক্ষন পর বাড়িতে ঢুকেই তল্লাশি শুরু করে দেয়।

তল্লাশিতে বেরিয়ে আসে বহুমূল্য টাকা এবং সেইসঙ্গে প্রচুর সোনার গয়না। তারপরে বাড়ির সিলিং থেকেও লক্ষ লক্ষ টাকা উদ্ধার করে অফিসাররা। সব মিলিয়ে প্রায় ১৩ লক্ষ টাকা উদ্ধার হয়েছে অভিযুক্তের বাড়ি থেকে।

সরকারি দফতর সুত্রে জানা যায়, ওই অফিসার দীর্ঘকাল যাবত জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করা কালিন বহু প্রকল্পের থেকে টাকা ঘুঁশ নেওয়ার ফলে তাঁর সম্পত্তি দিনের পর দিন এভাবে বেড়ে উঠে। কিন্তু দীর্ঘদিন তা লুকিয়ে রাখলেও অবশেষে দুর্নীতি দমন শাখার উদ্যোগে সত্য সবার সামনে প্রকাশিত হলো।