কলকাতার বহুতল থেকে টাকার বৃষ্টি! কুড়োতে হুড়োহুড়ি আমজনতার

নিজস্ব প্রতিবেদন : টাকার বৃষ্টি! কথাটা শুনতে যতটা সহজ, বাস্তবে হয়তো তা কেউ কোনদিন দেখেননি। তবে আজ এমন বিরল ঘটনার সাক্ষী থাকল কলকাতা। এমন অবিশ্বাস্য ঘটনা ঘটল আজ কলকাতার প্রাণকেন্দ্র ডালহৌসির বেন্টিঙ্ক স্ট্রিটে।

কলকাতার ২৭ নম্বর বেন্টিঙ্ক স্ট্রিটের এম.কে. পয়েন্ট বিল্ডিংয়ের সাত তলা থেকে আজ দুপুর আড়াইটা নাগাদ পড়তে লাগল বান্ডিল-বান্ডিল টাকা। দশ, কুড়ি বা পঞ্চাশের নোট ভাবলে ভুল করবেন, একেবারে ২০০০-৫০০ ও ১০০ টাকার বান্ডিল পড়তে শুরু করে ওপর থেকে। প্রথমে পথচলতি মানুষরা হতচকিত হয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই ভিড় জমে যায় ওই বহুতলের নীচে। অনেকেই পকেটে ঢুকিয়ে নেন সেই টাকা।

জানা গিয়েছে, সেখানে বুধবার আয়কর কর্তারা হানা দেন। এরপরই ওই বহুতলের সাত তলা থেকে টাকা পড়তে শুরু করে। টাকা পড়তে দেখে সাধারণ মানুষরা কুড়োতে হুড়োহুড়ি শুরু করে। টাকা পড়ার সময় কিছু নোট কার্নিশে আটকে যায়। জানলা দিয়ে ওয়াইপার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সেই টাকা কার্নিশ থেকে নীচে ফেলতেও দেখা গিয়েছে একজনকে।

তবে, এখনও পর্যন্ত কত টাকা ফেলা হয়েছে, জানা গিয়েছে আনুমানিক ৩,৭৬,০০০ টাকা ফেলা হয়েছে। জানা গিয়েছে ওই অফিসে আয়কর অফিসাররা সন্ধে পর্যন্ত তল্লাশিও চালাচ্ছেন। তবে, কারণ যাই হোক না কেন, কিছু পথচলতি মানুষরা অবশ্য টাকা পকেটে পুড়েই বাড়িমুখো হয়েছেন।