বর্ষায় দুর্ঘটনার ঝুঁকি কমাতে বাইক চালানোর সময় মানুন এই সকল নিয়ম

নিজস্ব প্রতিবেদন : দেশের বিভিন্ন রাজ্যে বর্ষার আগমন হয়ে গিয়েছে। অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও উত্তর থেকে দক্ষিণে শুরু হচ্ছে বৃষ্টি। বর্ষাকালে এই বৃষ্টির ফলের রাস্তাঘাট বিপদজনক হয়ে পড়ে। যে কারণে বাইক চালানোর সময় দুর্ঘটনার প্রবণতা বেড়ে যায়। বর্ষাকালে এই দুর্ঘটনার ঝুঁকি কমানোর জন্য বাইক চালানোর সময় বেশ কিছু নিয়ম মেনে চললে বিপদ অনেকটাই এড়ানো যায়।

১) বর্ষার সময় রাস্তায় জল জমে থাকার কারণে টায়ারের গ্রিপ অনেকটা কমে যায়। যে কারণে এই সময় মোটর বাইকের গতি নিয়ন্ত্রণে রেখে চালাতে হবে। চেষ্টা করতে হবে ঘণ্টায় ৪০ কিলোমিটারের কম গতিতে বাইক চালানোর।

২) ভারী বৃষ্টিতে রাস্তায় প্রচুর পরিমাণে জল জমে গেলে সেই রাস্তা এড়িয়ে চলতে হবে অথবা দাঁড়িয়ে যাওয়া উচিত। কারণ এর ফলে রাস্তায় কোথাও ঘুরতে থাকলে তা বোঝা যায় না। এছাড়াও মোটরবাইকের এক্সহস্ট পাইপে জল ঢুকে গেলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

৩) বৃষ্টির সময় হেলমেটের কাছে জল জমে অস্পষ্টতার কারণে দুর্ঘটনার প্রবণতা বেড়ে যায়। এক্ষেত্রে ফিঙ্গার ওয়াইপার ব্যবহার করতে হবে। যাতে করে সহজেই হেলমেটের কাঁচ থেকে জল সরিয়ে নেওয়া যায়।

৪) বাইক অথবা স্কুটি চালানোর সময় এমনিতেই হেলমেট ব্যবহার করা জরুরি। বর্ষার সময় এই হেলমেট ব্যবহার করা আরও জরুরি। কারণ এতে বৃষ্টির ফোঁটা চোখে পড়বে না এবং বাইক চালানোর ক্ষেত্রে আপনাকে অসুবিধার সম্মুখীন হতে হবে না।

৫) বর্ষার সময় টায়ারের গ্রিপ কমে যাওয়ার কারণে ব্রেক ধরতে সময় নেয়। যে কারণে কিছুটা হলেও দূরত্ব বজায় রাখতে হবে সামনের গাড়ি থেকে।