আগেই ঢুকলো মৌসুমী বায়ু, বাংলায় কবে থেকে বর্ষার বৃষ্টি, জানালো হওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েকের তীব্র দাবদাহের পর রাজ্যজুড়ে কালবৈশাখীর দাপট লক্ষ্য করা গিয়েছে। তবে এর চেয়েও ভালো খবর দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, অন্যান্য বছরের তুলনায় এই বছর কিছু আগেই বর্ষার আগমন ঘটবে। ঠিক তেমনটাই হতে চলেছে।

আগামী এক দু’দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর অনুকূল পরিবেশ বজায় রয়েছে। তবে প্রশ্ন বাংলায় কবে থেকে শুরু হবে বর্ষার বৃষ্টি?

হাওয়া অফিসের আবহবিদেরা যা জানাচ্ছেন তাতে, আপাতত দিন কয়েক মেঘলা আকাশ থাকার পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি বাড়বে। তবে বিকেলের দিকে কালবৈশাখী অথবা বৃষ্টির দেখা মিলবে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ইত্যাদি জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এমন পরিস্থিতি বজায় থাকবে বলে মনে করছে হাওয়া অফিসের আবহবিদেরা। এই ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ হঠাৎ হঠাৎ করে দুই থেকে তিন ডিগ্রি ওঠানামা করতে পারে।

অন্যদিকে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, অনুকূল পরিবেশ থাকার কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বেশ কিছুটা এগিয়ে এসেছে। আরব সাগরের অনেকটা অংশ এবং মধ্য বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে এই মৌসুমী বায়ু। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে আগামী চার পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ২৭ মে কেরলে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। এমনিতে কেরলে ১ জুন মৌসুমী বায়ু প্রবেশ করে। অন্যদিকে বাংলায় এই মৌসুমী বায়ুর ঢুকতে ৮ জুন সময় লাগবে বলে মনে করছে হাওয়া অফিস।