আগামী ৭ মে থেকে বাতিল হচ্ছে ৮ জোড়া স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনার প্রথম ঢেউ ছড়িয়ে পড়ার পর লকডাউন জারি হওয়ার সাথে সাথে স্তব্ধ হয়ে পড়ে দেশের গণমাধ্যমের মেরুদন্ড রেল পরিষেবা। এরপর ধীরে ধীরে তা স্বাভাবিক হতে শুরু করলেও তাতে বাধার কারণ হয়ে দাঁড়ালো করোনার দ্বিতীয় ঢেউ। ইতিমধ্যেই মঙ্গলবার থেকে বাতিল করা হয়েছে ৭ জোড়া স্পেশাল ট্রেন। আবার আগামী ৭ মে থেকে বাতিল করা হচ্ছে আরও ৮ জোড়া স্পেশাল ট্রেন।

মঙ্গলবার অর্থাৎ ৪ মে থেকে যেসকল স্পেশাল ট্রেনগুলি বাতিল করা হলো তার তালিকায় রয়েছে হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন স্পেশাল ট্রেন, শিয়ালদহ থেকে আসানসোল স্পেশাল ট্রেন, হাওড়া থেকে সিউড়ি স্পেশাল ট্রেন, ভাগলপুর থেকে মুজফফরপুর স্পেশাল ট্রেন, নবদ্বীরধাম থেকে মালদা টাউন স্পেশাল ট্রেন, আসানসোল থেকে দীঘা স্পেশাল ট্রেন এবং আসানসোল থেকে টাটানগর স্পেশাল ট্রেন।

অন্যদিকে আগামী ৭ মে থেকে যে ৮ জোড়া স্পেশাল ট্রেন বাতিল করা হচ্ছে সেগুলি হল ০২০১৯ হাওড়া- রাঁচি, ০২০২০ রাঁচি-হাওড়া, ০২৩৩৯ হাওড়া-ধানবাদ, ০২৩৪০ ধানবাদ-হাওড়া, ০৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ, ০৩০২৮ আজিমগঞ্জ হাওড়া, ০৩০৪৭ হাওড়া-রামপুরহাট, ০৩০৪৮ রামপুরহাট হাওড়া, ০৩১১৭ কলকাতা-লালগোলা, ০৩১১৮ লালগোলা-কলকাতা, ০৩১৮৭ শিয়ালদহ-রামপুরহাট, ০৩১৮৮ রামপুরহাট-শিয়ালদহ, ০৩৪০১ ভাগলপুর দানাপুর, ০৩৪০২ দানাপুর-ভাগলপুর, ০৩৫০২ আসানসোল-হলদিয়া, ০৩৫০১ হলদিয়া-আসানসোল।

[aaroporuntag]
পূর্ব রেলের তরফ থেকে এই সকল স্পেশাল ট্রেনগুলি অনির্দিষ্টকালের জন্য বাতিল হওয়ার কথা জানিয়েছে। জানানো হয়েছে, পরবর্তীর বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত এগুলি আর চালানো হবে না। আর এই ট্রেনগুলি বাতিল করার কারণ হিসাবে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, পর্যাপ্ত সংখ্যক যাত্রী না থাকা এবং পরিচালন গত অসুবিধার কারণে বাতিল রাখা হয়েছে।