দেশের এই ১০টি ট্রেন সবচেয়ে নোংরা, চাপলেই গা ঘিনঘিন করে

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড। প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। যাতায়াতের এই নির্ভরশীলতার কারণেই ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়।

ভারতীয় রেল গণপরিবহনের মেরুদন্ডকে প্রতিনিয়ত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা চালায়। সুন্দরভাবে নিজেদের তরফ থেকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা চালানোর পাশাপাশি যাতে যাত্রীরা ও সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে উদ্যত হন তার জন্য রেলের তরফ থেকে প্রচার চালানো হয়। তবে এই সকল সমস্ত চেষ্টা সত্ত্বেও দেশের ১০টি ট্রেনকে এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতায় ফিরিয়ে আনা যায়নি বলেই অভিযোগ।

দেশে সবচেয়ে নোংরা যে সকল ট্রেনগুলি রয়েছে সেগুলিতে চাপলেই যাত্রীদের গা ঘিনঘিন করে বলে অভিযোগ। এই সকল ট্রেন নিয়ে রেল মদত সহ বিভিন্ন মাধ্যমে যাত্রীরা তাদের অভিযোগ দায়ের করে থাকেন। নোংরা ট্রেনের তালিকায় যে সকল ট্রেন রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি অপরিষ্কার ট্রেন হিসাবে তালিকায় প্রথমেই নাম আসে সহরসা-অমৃতসর গরীব রথ। এই ট্রেনটি নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে।

এছাড়াও দেশের নোংরা ট্রেনের তালিকায় প্রথম ১০-এ যে সকল ট্রেন রয়েছে সেগুলি হল যোগবানী-আনন্দ বিহার সীমান্ত এক্সপ্রেস, শ্রী মাতা বৈষ্ণো দেবী-বান্দ্রা স্বরাজ এক্সপ্রেস, বান্দ্রা-শ্রী মাতা বৈষ্ণো দেবী স্বরাজ এক্সপ্রেস, ফিরোজপুর-আগরতলা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস। পাশাপাশি তালিকায় রয়েছে দিল্লি থেকে বিহারগামী আনন্দ বিহার-জোগবানী সীমাঞ্চল এক্সপ্রেস, অমৃতসর ক্লোন স্পেশাল ট্রেন।

সাধারণ এই সকল ট্রেন ছাড়াও প্রিমিয়াম ট্রেনগুলির ক্ষেত্রেও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বিভিন্ন সময় অভিযোগ তুলতে দেখা যায়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো সদ্য চালু হওয়া হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রেও এমন অভিযোগ উঠেছে যাত্রীদের তরফ থেকে। যদিও সেই সমস্যা দ্রুত মেটানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য রেলের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষদেরও সচেতন হতে হবে।