বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ভারতেই, উদ্বোধন শীঘ্রই

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামের শিরোপা খুব শীঘ্রই পেতে চলেছে ভারত। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই উদ্বোধন হবে এই বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম ভারতে।

এই স্টেডিয়াম গড়ে উঠছে ভারতের আমেদাবাদে মোতেরা স্টেডিয়াম। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে উদ্বোধন হতে পারে এই স্টেডিয়ামের। প্রায় এক লক্ষ দশ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়াম জায়গা নেবে ১৯৮২ সালে তৈরি সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামের।

এই স্টেডিয়ামের নির্মাণের বিষয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি সর্বভারতীয় সংবাদপত্রের সাক্ষাৎ দিয়ে জানান, “সম্পূর্ণ কর্মকাণ্ডটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টার ফল। ভারতে বিশ্ব মানের একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি হোক এটাই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন। আমরা তাঁর স্বপ্নকে পূর্ণ করতে পেরে গর্বিত।”

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট পরিমল নাথওয়ানী জানান, “প্রথমে ঠিক করা হয়েছিল পুরাতন ক্রিকেট স্টেডিয়ামটিকে সংস্কার করা হবে। সেই মতো আমরা একটি পরিকল্পনা তৎকালীন জিসিএ প্রেসিডেন্ট নরেন্দ্র মোদিকে জমা দি। কিন্তু ওনার স্বপ্ন ছিল একটু আলাদা, নতুন কিছু। তিনি জানান পুরাতন স্টেডিয়াম ভেঙে একেবারে বিশ্বমানের একটি স্টেডিয়াম গড়ে তোলার কথা।”

প্রসঙ্গত, পুরাতন স্টেডিয়ামটি ভেঙে নতুন স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা নেওয়া হয় ২০১৭ সালে। তারপর স্টেডিয়ামটি ভাঙ্গার কাজ শুরু হলে ভাঙতে সময় লাগে নয় মাস। প্রায় তিন দশক ধরে এই স্টেডিয়াম ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেডিয়াম। সুনীল গাভাস্কার ১৯৮৭ সালে এই স্টেডিয়ামেই তাঁর ব্যক্তিগত ১০০০০ রান পূর্ণ করেছিলেন। এই স্টেডিয়ামেই মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকরের অভিষেক হয়েছিল টেস্ট খেলায়। আবার এই স্টেডিয়ামেই ভারতের অন্যতম ক্রিকেট তারকা কপিল দেব ১৯৯৪ রিচার্ড হ্যাডলিকে টপকে ৪৩৪ টি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন।