তালাবন্দি ঘর থেকে উদ্ধার মা ও মেয়ের মৃতদেহ

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত মল্লারপুর হাইস্কুল পাড়ায় রবিবার দুপুর বেলায় তালা বন্দি এক বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকার বাসিন্দাদের মধ্যে সন্দেহ হয়। এরপর পুলিশে খবর দিলে পুলিশ এসে বাড়ির তালা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখতে পান বাড়ির মধ্যে পড়ে রয়েছে দুটি মৃতদেহ। একটি মৃতদেহ বাড়ির উপর তলায় ও অন্যটি বাড়ির নিচের তলায়। মৃতরা দুজন সম্পর্কে মা ও মেয়ে। ঘটনার পরেই ঘটনাস্থলে এসে পৌঁছান রামপুরহাট মহকুমার এসডিপিও সৌমজিৎ বড়ুয়া। বাড়িটিকে ঘিরে রেখেছে মল্লারপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন ডলি মন্ডল (মা) (৪৫) ও রিমা মন্ডল (মেয়ে) (১৭)। মল্লারপুরের ওই বাড়িতে থাকতেন মোট তিনজন। তবে এদিনের ঘটনার পর মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার হলেও এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি পরিবারের তৃতীয় ব্যক্তি অর্থাৎ রিমা মন্ডলের বাবা মিলন মন্ডলের। তিনি ঘটনার পর কোথাও আত্মগোপন করেছেন নাকি এই ঘটনার পিছনে আরও কিছু লুকিয়ে রয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, “এই ঘটনা খুনের ঘটনা। এক দুদিন আগেই এই খুন হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ এই বাড়িতে যে তিনজন থাকতেন তার মধ্যে একজন নেই, পলাতক। এমন ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছি। আশাকরি পুলিশের তদন্ত করে সঠিক ব্যবস্থা নেবে।”

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মৃত ওই মহিলা ডলি মন্ডল ছিলেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনের একজন ক্লার্ক। তার স্বামী মিলন মন্ডল পেশায় ছিলেন একজন টিউশন মাস্টার।