দেশের আস্থা মোদিতেই, সমীক্ষায় ধারে কাছে নেই কংগ্রেস

নিজস্ব প্রতিবেদন : করোনা অতিমারির কারণে বিশ্বের অর্থনীতি চলে গিয়েছে অথৈ জলে। এমত অবস্থায় ভারতের অর্থনীতিও অন্যান্যদের সাথে তালে তাল মিলিয়ে তলানিতে ঠেকেছে। অর্থনীতি, বেকারত্ব, কৃষক আন্দোলন ইত্যাদিতে দেশ জর্জরিত হলেও দেশের অধিকাংশ মানুষ এখনো আস্থা রাখছেন মোদি সরকারের উপরই। এমনকি এই পরিস্থিতিতে বিরোধী দলগুলি বিশেষ করে জাতীয় কংগ্রেস ধারে কাছে আসতে পারেনি বিজেপির। এমনই ফলাফল উঠে এসেছে একটি সংবাদ মাধ্যমের সমীক্ষায়।

ইন্ডিয়া টুডে এবং কার্ভি ইনসাইটস দ্বারা পরিচালিত মুড অফ দ্য নেশন (এমওটিএন) সমীক্ষায় বর্তমানে দেশের বেশিরভাগ মানুষের কোন সরকারের প্রতি ভরসা রয়েছে তার ফলাফল উঠে আসার পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে। যার মধ্যে অন্যতম হলো কত মানুষ কোভিড ভ্যাকসিন নিতে রাজি।

বৃহস্পতিবার ইন্ডিয়া টুডে এবং কার্ভি ইনসাইটস দ্বারা পরিচালিত মুড অফ দ্য নেশন (এমওটিএন) সমীক্ষার ফলাফল সামনে এলে জানা যাচ্ছে, দেশে যদি সরকার গঠনের জন্য এখনই নির্বাচন হয় তাহলে বিজেপি একাই ২৯১টি আসন পেতে পারে। বাকি অন্যান্য সমস্ত রাজনৈতিক দল একত্রিত ভাবে পেতে পারে ২০১টি আসন। কংগ্রেস পেতে পারে ৫১টি আসন। শতাংশের নিরিখে কেবলমাত্র বিজেপি পেতে পারে ৩৭% ভোট। অন্যদিকে এর ধারে কাছে নেই কংগ্রেস, যারা পেতে পারে কেবল মাত্র ১৯% ভোট। অন্যান্য জোটবদ্ধ ভাবে পেতে পারে ৪৪% ভোট।

দেশে এখন নির্বাচন হলে এনডিএ জোট পেতে পারে ৩২১টি আসন। একই সময়ে ইউপিএ জোটের ঝুলিতে যেতে পারে মাত্র ৯৪টি আসন। অন্যান্যদের ঝুলিতে ১২৯টি আসন আসতে পারে। ভোটের শতাংশ হিসাব করলে এনডিএ-র ঝুলিতে যেতে পারে ৪৩%, ইউপিএ পেতে পারে ২৭% এবং অন্যান্যরা পেতে পারি ৩০% ভোট।

কত মানুষ কোভিড ভ্যাকসিন নিতে রাজি

ইন্ডিয়া টুডে এবং কার্ভি ইনসাইটস দ্বারা পরিচালিত মুড অফ দ্য নেশন (এমওটিএন) সমীক্ষায় নির্বাচন ছাড়া উঠে এসেছে দেশে কত মানুষ কোভিড ভ্যাকসিন নিতে রাজি আছেন। দেশের ৭৬ শতাংশ মানুষ রাজি আছেন ভ্যাকসিন নিতে। ২১ শতাংশ মানুষ ভ্যাকসিন নিতে রাজি নন। অন্যদিকে ৩ শতাংশ মানুষ কিছু বলতে পারবেন না বলে জানিয়েছেন।

একইভাবে বিনামূল্যে ভ্যাকসিন চান ৯২% মানুষ। ৭% মানুষ বিনামূল্যে ভ্যাকসিন চান না। আর ১% মানুষ কিছু জানাতে পারবেন না বলে জানিয়েছেন।