সারদার টাকা ফেরত দিতে ইডি দফতরে শতাব্দী রায়

নিজস্ব প্রতিবেদন : সারদা চিটফান্ড মামলায় জড়িয়ে যাওয়ার পর শতাব্দী রায়কে বেশ কয়েকবার তলব করে ইডি। বীরভূমের তিন বারের সাংসদ শতাব্দী রায় সদ্য সমাপ্ত হওয়া সপ্তদশ লোকসভা নির্বাচনের পরও নতুন করে তলব পান। এরপর গত মাসের শেষের দিকে তিনি সারদার একটি সংস্থা থেকে পাওয়া ২৯ লক্ষ টাকা ইডিকে ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সেই টাকা যাতে আমানতকারীদের কাছে পৌঁছে দেওয়া যায় সে কারণে তৎপর হন তিনি। সারদা চিটফান্ড মামলায় এর আগেও মিঠুন চক্রবর্তী হেঁটেছিলেন টাকা ফেরত দেওয়ার পথে।

আর এই টাকা ফেরত দেওয়ার চূড়ান্ত কথা বলতে বৃহস্পতিবার ইডির দপ্তরে পৌঁছান বীরভূমের তিন বারের সাংসদ শতাব্দী রায়। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ তিনি সল্টলেকের ইডির দপ্তরে পৌঁছান। তবে এদিন তিনি দপ্তরে ঢোকার আগে কোনো মন্তব্য করেননি। তবে এডি সূত্রে খবর, সারদা চিট ফান্ড মামলায় জুলাই মাসে তাঁকে সমন দেওয়া হয়েছিল। সে সময় তিনি এক মাস সময় চেয়ে ছিলেন। সেই সময় এর পরিপ্রেক্ষিতেই আজ তিনি ইডি দপ্তরে হাজিরা দেন। সর্বভারতীয় একটি সংবাদপত্রের খবর অনুযায়ী জানা যায়, এদিন টাকা ফেরতের বিষয়ে আইনি পদ্ধতি নিয়ে ইডি আধিকারিকদের সাথে আলোচনাও হয়। যদিও আরও একটি সংবাদ সংস্থা থেকে জানা যায় শতাব্দী রায় টাকা ফেরত নিয়ে কোনো কথা বলেননি।

ইডি ও সিবিআই সূত্রে জানা গিয়েছে, বীরভূমের তিন বারের সাংসদ শতাব্দী রায় প্রথম থেকেই সারদা চিটফান্ড মামলার তদন্তে সহযোগিতা করছেন।