ভারতবর্ষের সাংসদরা কত টাকা বেতন ও কি কি সুবিধা পান

নিজস্ব প্রতিবেদন : শেষ হল বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব, ভারতের প্রধানমন্ত্রী বাছাইয়ের উৎসব। জনতার ভোট পেয়ে দিল্লির মসনদে বসতে চলেছেন লোকসভার নব নিযুক্ত সাংসদরা। কিন্তু, জানেন কি, সাংসদরা কত টাকা বেতন পান, বা কী কী সরকারি সুবিধা পান?

বছরে লোকসভার প্রতি সাংসদ পিছু গড়ে ৭১.২৯ লক্ষ টাকা খরচ করা হয়ে থাকে আর রাজ্যসভার সদস্যদের ক্ষেত্রে বার্ষিক খরচ হয়ে থাকে ৪৪.৩৩ লক্ষ টাকা। পরিসংখ্যান বলছে, ২০১৪-১৫ আর্থিক বছর থেকে পরবর্তী ৪ বছরে লোকসভার সদস্যদের জন্য সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে ১,৫৫৪ কোটি টাকারও বেশি। আর এই একই সময়ে রাজ্যসভার সদস্যদের ক্ষেত্রে খরচের অঙ্ক অন্তত ৪৪৩ কোটি টাকা। সাংসদদের বেতন ও ভাতা বাবদ গত পাঁচ আর্থিক বছরে সরকারের ১,৯৯৭ কোটি টাকা খরচ হয়েছে।

কী কী সুবিধা পান সাংসদরা?

লোকসভার সাংসদদের বেসিক বেতন হয়েছে ১ লাখ টাকা। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির বেতন হয় যথাক্রমে পাঁচ লাখ ও চার লাখ টাকা। একই সঙ্গে বাড়ে প্রধানমন্ত্রী ও লোকসভার সাংসদদের বেসিক বেতন। রাজ্যপালদের বেতন হয় ১ লাখ ১০ হাজার টাকা।

আগে মাসে ২০ হাজার টাকা, নতুন নিয়মে ২৫ হাজার টাকা পেনশনও বাঁধা। তবে সাংসদরা মাসে মাসে বেতন ছাড়াও পান সাংসদ এলাকায় অফিস চালানোর জন্য মাসে ৪৫ হাজার টাকা। এর মধ্যে ১৫ হাজার টাকা অফিস খরচ, বাকিটা অফিসকর্মীদের বেতন বাবদ। এছাড়াও সংসদের অধিবেশনে উপস্থিত থাকলে দিন পিছু মেলে ২হাজার টাকা। একটা সরকারি চাকরির মতো অন্যান্য ভাতাও মেলে। বছরে ৩৪ টা বিমান সফর ছাড়াও নিখরচায় যত খুশি ট্রেন ও সড়ক পথে সফর করার সুযোগ। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকার একজন সাংসদের জন্য মাসে ৩ লাখ টাকার বেশি খরচ করে।

বিনামূল্য ৫০ হাজার ইউনিট বিদ্যুত্‍ পেয়ে থাকেন সাংসদরা। ঘরভাড়া ছাড়া থাকার ব্যবস্থা থাকে। দেড় লক্ষ ফ্রি ফোন কলের সুবিধা পান সাংসদরা। দেশের যে কোনও জায়গায় এসি ট্রেনে যাতায়াত করার সুবিধাও মেলে।