পর পর ৫টা ৬, ‘ফুরিয়ে যাননি’ প্র্যাকটিসে নেমেই বুঝিয়ে দিলেন ধোনি

নিজস্ব প্রতিবেদন : আন্তর্জাতিক T20 ক্রিকেটে প্রথম ভারতীয় হিসাবে যুবরাজ সিং ইংল্যান্ডের বিরুদ্ধে ছটা বলে ছটা ছয় মেরে রেকর্ড করেছিলেন। আর ৬ হাঁকানোর নিরিখে যুবরাজ সিং যতটা জনপ্রিয় ছিলেন ঠিক ততটাই জনপ্রিয় ভারতের প্রাক্তণ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এই মহেন্দ্র সিং ধোনি এখন পর পর পাঁচটি বলে পাঁচটি ৬ মারলেন। তাও আবার কখন, যখন চারিদিকে ধোনির অবসর গ্রহণ নিয়ে শুরু হয়েছে জল্পনা। পরপর পাঁচটি বলে ৬ ছয় মেরে তিনি বুঝিয়ে দিলেন, ‘ফুরিয়ে যাননি।’

২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে মহেন্দ্র সিং ধোনি মাঠের বাইরে রয়েছেন। তবে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকার পরেও যে তিনি অফ ফর্মে চলে যান নি তাও এদিন প্র্যাকটিসে নেমে বুঝিয়ে দিলেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলের আগে মাঠে নেমে প্র্যাকটিসের সময় নেটে ব্যাটিং করার সময় পর পর এই পাঁচটি পেল্লায় ছক্কা মারেন তিনি।

২০২০ সালের আইপিএলে মহেন্দ্র সিং ধোনি খেলছেন একথা নিশ্চিত। কিন্তু তার আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ কি সেই প্রশ্নের উত্তর এখনো অধরা। বলাই বাহুল্য এই প্রশ্নের উত্তর ধোনি ছাড়া আর কারোর কাছে নেই। তবে সে যাই হোক দীর্ঘদিন পর মাঠে ব্যাট হাতে ধোনিকে নামতে দেখে ধোনি ভক্তরা বেজায় খুশি। আর প্র্যাকটিসে পর পর এমন ছক্কায় তাদের মুখে একটাই কথা, ‘ধোনি ইজ ব্যাক।’

অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রির বক্তব্য, আইপিএলের পারফরম্যান্স ধোনিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে সাহায্য করবে। সুতরাং বলাই বাহুল্য, ভারতীয় দলের নির্বাচকদের ধোনিকে নিয়ে চোখ থাকবে আইপিএলের দিকেই।