কখনো নেটে ছক্কার ফুলঝুরি, কখনো ফুটভলি, এই বয়সেও ময়দান কাঁপাচ্ছেন ধোনি

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের অন্যতম ক্রিকেটারদের তালিকায় যার নাম রয়েছে তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। বছরের পর বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের ভার বহন করে একের পর এক পদক এনে দিয়েছেন। তবে তিনি হঠাৎ অনুরাগীদের ব্যথা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর তার অনুরাগীরা এখন তাকে মাঠে দেখার জন্য বারংবার আইপিএলের দিকে তাকিয়ে থাকেন। যদিও গত মরশুমে সেইভাবে পারফরম্যান্স দেখা যায়নি তার ব্যাট থেকে। অন্যদিকে ধোনি ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলতে খুব ভালোবাসেন। যে কারণে আইপিএল হোক অথবা আন্তর্জাতিক দলের হয়ে যখনই সুযোগ পেতেন তিনি নেমে পড়তেন ফুটবল মাঠে।

সেই একই ছবি এবারও ধরা পরল আইপিএল শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংস-এর প্র্যাকটিসের সময়। কয়েকজন সতীর্থকে নিয়ে যখন তিনি নতুন মরসুমের জন্য প্রস্তুতি শুরু করেছেন সেই সময় মাঠে নেমে তাকে ফুটভলি খেলতে দেখা গেল। দীর্ঘদিন পর ফের মাঠের মধ্যে এইভাবে জনপ্রিয় তারকাকে দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মাহি অনুরাগীরা।

গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এবারও এই দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামছে। স্বাভাবিকভাবেই এবারও মহেন্দ্র সিং ধোনি নিজের সেরাটা দিতেই বদ্ধপরিকর। নেটে তার প্র্যাকটিস বলে দিচ্ছে এবারও তিনি কতটা তেতে উঠতে পারেন। নেট প্র্যাকটিসে এবারও তাকে একের পর এক ছক্কা হাঁকাতে লক্ষ্য করা যাচ্ছে। এই বয়সেও পারফরম্যান্স দেখে স্বাভাবিকভাবেই আপ্লুত ধোনি অনুরাগীরা।

চলতি মরসুমের জন্য চেন্নাই সুপার কিং ইতিমধ্যেই প্র্যাকটিস শুরু করে দিয়েছে সুরাটের মাঠে। ধোনি ছাড়াও অনুশীলনে যোগ দিয়েছেন অম্বাতি রায়ডু, কেএম আসিফ, সি হরি নিশান্ত এবং তুষার দেশপান্ডেরা। কারণ এই মাসেই শুরু হতে চলেছে তাদের সফর।