বুড়ো হাড়ে ভেলকি, দ্রাবিড়ের রেকর্ড ভেঙ্গে দিলেন ধোনি

নিজস্ব প্রতিবেদন : ‘বাঘ বুড়ো হয়ে গেলেও থাবা মারতে ভুলে না’। আইপিএল ২০২২ মরশুমের শুরুতেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমনটাই প্রমাণ করে দেখালেন মহেন্দ্র সিং ধোনি। এই মাঠেই শনিবার বুড়ো হাড়ে ভেলকি দেখালেন প্রাক্তন এই ভারতীয় অধিনায়ক। যিনি এখানেই ছক্কা হাঁকিয়ে ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার এই মরশুমের প্রথম আইপিএল ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের শুরু থেকেই চেন্নাই সুপার কিংস জায়গা করতে না পারলেও মাহি ক্রিজে নামতেই তাকে সেই আগে ফর্মে লক্ষ্য করা যায়। তার অনবদ্য অর্ধশত রানের পরিপ্রেক্ষিতে চেন্নাই সুপার কিংস এদিন সম্মানজনক স্কোর করতে সক্ষম হয়।

মাঠে যখন মাহি একেবারে আগের ফর্মে নজরে এসেছে সেই সময় ক্রিকেটমহলে ফের সেই আগের রব শোনা যায়, ‘মাহি মার রহা হ্যায়’। এদিনের এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি শেষ পর্যন্ত ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। এই ম্যাচে তিনি কেবল বুড়ো হাড়ে ভেলকি দেখিয়েছেন এমনটা নয়, এর পাশাপাশি তিনি ভেঙে দিয়েছেন দ্রাবিড়ের রেকর্ড।

আইপিএলে ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি বয়সে হাফ সেঞ্চুরি করেছিলেন রাহুল দ্রাবিড়। এর পাশাপাশি আইপিএলে সবচেয়ে বেশি বয়সে হাফ সেঞ্চুরি করার নিরিখে সচিন তেন্ডুলকরকেও পিছনে ফেলে দিলেন মহেন্দ্র সিং ধোনি। এ দিনের ম্যাচে তিনি যখন হাফ সেঞ্চুরি করেছেন সেই সময় তার বয়স ৪০ বছর ২৬২ দিন। তিনি এখন আইপিএলে হাফ সেঞ্চুরি করা সবচেয়ে বড় ভারতীয় ক্রিকেটার।

https://twitter.com/Star_Vijay1/status/1507747165040377862?t=H2u1qI1kmx0mP6vfoHj9Wg&s=19

https://twitter.com/babai77/status/1507746749200314372?t=cNK01aOaxZUQNbA0YRHJ6A&s=19

এর আগে এই রেকর্ড ছিল বর্তমান ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়ের। ২০১৩ আইপিএলে তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন ৪০ বছর ১১৬ দিন বয়সে। এই বেশি বয়সে হাফ সেঞ্চুরি করার নিরিখে শচীন তেন্ডুলকর ২০১৩ আইপিএলেই ৩৯ বছর ৩৬২ দিন বয়সে হাফ সেঞ্চুরি করেছিলেন।