চেনা ছন্দে Dhoni, চেন্নাইয়ে নেট প্র্যাকটিসে নেমেই একের পর এক ছক্কা

নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি গত বছর স্বাধীনতা দিবসের দিন হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অবসর নেওয়ার আগে বেশ কয়েক মাস ধরেই তাকে খেলার জগতে দেখা যাচ্ছিল না। বরং তিনি সেসময় নিজের ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত ছিলেন। আর এই অবসরের পর ধোনি প্রেমীরা পুনরায় তাকে মাঠে দেখতে মুখিয়ে ছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর তার পারফরম্যান্স দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ময়দানে এমন আশাই ছিল ক্রিকেটমহলে। তবে গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে তিনি এবং তার দল সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেনি। লিগ ম্যাচ খেলেই তাদের বিদায় নিতে হয়। তবে ধোনি প্রেমীরা তাদের প্রিয় ক্রিকেটারকে নিয়ে কখনোই আশাহত হননি। আবার নিজের পুরাতন ছন্দে তাকে দেখতে পাবেন এই অপেক্ষাতেই তারা।

আর সেই অপেক্ষার অবসান ঘটবে আগামী এপ্রিল মাসের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে, এমন আশাই রাখছেন তারা। ইতিমধ্যেই মহেন্দ্র সিং ধোনি চেন্নাই পৌঁছে গেছেন এবং সেখানে নেট প্র্যাকটিস শুরু করেছেন। আর সেই নেট প্র্যাকটিসের একটি ভিডিও চেন্নাই সুপার কিং তাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে ক্যাপ্টেন কুল আগের মতোই পুরাতন চেনা ছন্দে ফিরে এসেছেন।

[aaroporuntag]
ভিডিওতে দেখা যাচ্ছে চেন্নাই সুপার কিং দলের অধিনায়ক মাহি নেট প্র্যাকটিস করার সময় একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। আর তার সেই ছক্কা হাঁকানোর স্টাইল ঠিক আগের মতোই। মাহির ব্যাট থেকে বেরিয়ে আসা এই সকল ছক্কা কোনোটা স্টেডিয়ামের বাইরে, কোনটা আবার দর্শকাসনে গিয়ে পড়ছে। আর দীর্ঘদিন পর মাহির এমন পারফরম্যান্স দেখে স্বাভাবিকভাবেই আপ্লুত ধোনি প্রেমীরা।