রাত পোহালেই মহরম, সেজে উঠছে তাজিয়া

লাল্টু : রাত পেরোলেই ইসলাম ধর্মাবলম্বী মানুষের শোকের পর্ব মহরম। মহরম শব্দটি আরবি, যার অর্থ সম্মানিত। হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখ হজরত সৈয়দ ইমাম হোসেন এজিদের সৈন্যদের হাতে শহীদ হয়েছিলেন কারবালা প্রান্তরে।

আর এই দিনটিকে স্মরণ করে প্রতি বছর ১০ই মহরম সারা বিশ্বে পালিত হয় মহরম। এই মহরম উপলক্ষে হজরত ইমাম হােসেনকে স্মরণ করে তাজিয়া নিয়ে শোভাযাত্রা করে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। তাই দুবরাজপুর ইসলামপুরের ঠাণ্ডা আস্তানায় জোর কদমে চলছে শেষ
মুহূর্তের তাজিয়া তৈরি।

ইমাম হােসেনের মাজারের আদলে প্লাই বাের্ড, সান বাের্ড, সরু কাচ এবং এলইডি লাইট দিয়ে তৈরি হচ্ছে ইসলামপর ঠাণ্ডা আস্তানার তাজিয়া। শিল্পী সেখ নসিবুদ্দিন জানান, “বিগত ৮ বছর ধরে ভিন্ন ধরনের তাজিয়া তৈরি করে আসছি আমরা। এর আগে এই আস্তানায় পুরনাে মডেলের তাজিয়া তৈরি হত। কিন্তু এখন নতুন ধরনের ভাবনা নিয়ে তৈরি এই তাজিয়া।”

এছাড়াও তিনি আরও বলেন, “এই তাজিয়া তৈরি করতে ১২-১৩ দিন সময় লেগেছে। আনুমানিক ২৬ হাজার টাকা ব্যয়ে এই তাজিয়া তৈরির সমস্ত খরচ। বহন করে ইসলামপুর ঠাণ্ডা আস্তানার দশ।”

তার বন্ধু শিল্পী মফিজুল আলমও দিনরাত এক করে তাজিয়া তৈরিতে হাত লাগিয়েছেন। দুই শিল্পীর সাথে কচিকাচারা হাত লাগিয়েছে তাজিয়া তৈরিতে। মহরমের দিনে এই তাজিয়া দেখতে মুখিয়ে থাকেন এলাকাবাসী।