আম্বানির কাছে হেরে গো হারা জুকারবার্গ, কি টাকাটাই না কামালেন রিলায়েন্স কর্তা

নিজস্ব প্রতিবেদন : বিশ্ব ধনী তালিকায় বিশ্বের তাবড় তাবড় ব্যবসায়ীদের জায়গা করে নিতে দেখা যায়। গত কয়েক মাস আগে বিশ্ব ধনীদের নিয়ে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে গৌতম আদানি (Gautam Adani), যিনি একসময় ভারতীয়দের মধ্যে সবচেয়ে আগে ছিলেন ধনী তালিকায় তিনি টপকে গিয়েছেন। তার এখন জায়গা প্রথম পঁচিশেও নেই।

অন্যদিকে ভারতীয় শিল্পপতিদের মধ্যে ধনী তালিকায় দেশের মুখ উজ্জ্বল করছেন একমাত্র মুকেশ আম্বানি (Mukesh Ambani)। যদিও তিনি এখনো পর্যন্ত শীর্ষ তালিকা দখল করতে পারেননি। এদিকে শীর্ষ তালিকা দখল করতে না পারলেও তার কাছে গোহারা হারতে হল মেটার (Meta) কর্ণধার মার্ক জুকারবার্গকে (Mark Zuckerberg)। সম্প্রতি ব্যবসায় ভালো টাকা কামানোর ফলেই মার্ক জুকারবার্গকে সম্পত্তির নিরিখে পিছনে ফেলে দিয়েছেন আম্বানি।

দিন কয়েক আগেই সম্পত্তির নিরিখে মুকেশ আম্বানিকে পিছনে ফেলে দিয়েছিলেন মার্ক জুকারবার্গ। তবে ৩০ দিনের মধ্যেই আম্বানি ফের একবার হারালেন মার্ক জুকারবার্গকে। ফের মুকেশ আম্বানি নিজের ব্যবসা এবং প্রতিপত্তি বৃদ্ধি করে আগের জায়গা থেকে এক ধাপ উঠে এসেছেন আর তার এক ধাপ উঠে আসার পরিপ্রেক্ষিতেই পিছনে পড়তে হলো জুকারবার্গকে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স রিপোর্ট অনুযায়ী, মুকেশ আম্বানি মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে ১.৪ বিলিয়ন ডলার অর্থাৎ ১১৪৮৮ কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি করেছেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই বিপুল অংকের টাকা কামিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতেই মুকেশ আম্বানি আজ মার্ক জুকারবার্গকে পিছনে ফেলে এক ধাপ উপরে উঠে এসেছেন।

মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মুকেশ আম্বানির বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৮৬.৪ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৭ লক্ষ ৯ হাজার ২৬১ কোটি টাকা। তিনি এখন ১২ নম্বর স্থানে রয়েছেন। অন্যদিকে মার্ক জুকারবার্গ রয়েছেন ১৩ নম্বর স্থানে। বর্তমানে মার্ক জুকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ ৮৫.৪ বিলিয়ন ডলার। যদিও দুই ধন কুবেরের সম্পত্তির ক্ষেত্রে পার্থক্য খুব বেশি নয়।